RG Kar Protest: 'স্বাস্থ্য দফতরের নির্দেশ ছাড়া সাসপেনশন ও বহিষ্কার করা যাবে না', মন্তব্য বিচারপতির | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: 'আর জি কর মেডিক্যালের বিতর্কিত চিকিৎসকদের উপর সাসপেনশন ও বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর নয়' । স্বাস্থ্য দফতরের নির্দেশ ছাড়া সাসপেনশন ও বহিষ্কার করা যাবে না' । রাজ্য সরকার সিদ্ধান্ত না নিলে ৫ অক্টোবরের সিদ্ধান্ত কার্যকর নয়' । নির্দেশ হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চের বিচারপতি কৌশিক চন্দর । 'কারণ ছাড়াই সাসপেন্ড, কী কারণে বহিষ্কার, তার কারণ স্পষ্ট নয়' । কী অভিযোগ, সেটাও জানানো হয়নি, সওয়াল বহিষ্কৃত ও সাসপেন্ডেড ডাক্তারদের আইনজীবীর । রিড্রেসাল সেলের প্রধান মুখ্যসচিব, কলেজ শুধু অভিযোগ ওই কমিটির কাছে পাঠাতে পারে । 'রাজ্য সিদ্ধান্ত নেবে, আমরা কাউকে বহিষ্কার করিনি' । সওয়াল আর জি কর মেডিক্যালের আইনজীবীর । '৫০০ জন রেসিডেন্ট ডাক্তার এদের বিরুদ্ধে থ্রেট কালচারের অভিযোগ আনেন' । অথচ আমাদের মামলায় পার্টি না করে কী ভাবে মামলা? প্রশ্ন অনিকেত মাহাতোর আইনজীবীর । পার্টি হতে চাইলে আবেদন করতে পারে রেসিডেন্ট চিকিৎসক সংগঠন, মন্তব্য বিচারপতির

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram