RG Kar News: সিবিআইয়ের আবেদন, নার্কো টেস্টে সম্মতি দিলেন না সন্দীপ ঘোষ | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: সিবিআইয়ের আবেদন, নার্কো টেস্টে সম্মতি দিলেন না সন্দীপ ঘোষ । পলিগ্রাফ টেস্টে সম্মতি দিলেন না ধৃত টালার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল । নার্কো টেস্টে সম্মতি দিলেন না আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ । সিবিআইয়ের আবেদনে সাড়া দিলেন টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলও
আরও খবর..
আজ ভোরে শিয়ালদার ইএসআই হাসপাতালের দোতলায় মেল সার্জারি ওয়ার্ডে আগুন লাগে। পুড়ে ছাই হয়ে যায় ওয়ার্ডের বেশিরভাগ অংশ। ৪৮ জন রোগীকে মানিকতলা ESI হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে জানিয়েছেন মানিকতলা ESI-এর ডেপুটি সুপার। এই রোগীদের মধ্যে আছেন নদিয়ার শান্তিপুরের বাসিন্দা দীপঙ্কর মণ্ডল। ৩ মাস আগে পা ভেঙে যায় তাঁর। ক্রাচে ভর দিয়ে কোনও রকমে আজ ভোরে অগ্নিকাণ্ডের সময়ে দোতলা থেকে একতলায় নামেন দীপঙ্কর মণ্ডল। অর্থোপেডিক ওয়ার্ডেরই আরেক রোগী গড়িয়ার বাসিন্দা দেবাশিস ভট্টাচার্য। কোমর ভেঙে হাসপাতালে ভর্তি । তাঁকে পাঁজোকোলা করে নামিয়ে আনেন হাসপাতালের এক কর্মী। প্রবল আতঙ্ক এখনও পিছু ছাড়ছে না দুই রোগীর।
মৃত্যুর ১১ দিন আগে নিরাপত্তা চেয়ে রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকদের চিঠি দিয়েছিলেন পূর্ণিমা কান্দু। স্বরাষ্ট্রসচিব, ডিজি, পুরুলিয়ার পুলিশ সুপারকে চিঠি দিয়েছিলেন মৃত ঝালদার কংগ্রেস কাউন্সিলর পূর্ণিমা কান্দু। 'নিরাপত্তাহীনতায় ভুগছি', চিঠিতে উল্লেখ করেছিলেন মৃত ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর স্ত্রী। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত করছে পুলিশ। সিআইডি তদন্ত দাবি পূর্ণিমা কান্দুর আত্মীয় ও ঝালদার তৃণমূল কাউন্সিলর মিঠুন কান্দুর।