RG Kar Protest: জুনিয়র ডাক্তারদের পাশে দিল্লির রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন | ABP Ananda LIVE

Continues below advertisement

 ABP Ananda LIVE: আর জি কর-কাণ্ডে বিচার-সহ ১০ দফা দাবিতে অনশনে জুনিয়র ডাক্তাররা  । জুনিয়র ডাক্তারদের পাশে দিল্লির রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন । 'সরকার ১০ দফা দাবি না পূরণ করলে বৃহত্তর আন্দোলন' । ফের হুঁশিয়ারি দিল্লির রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশনের

আরও খবর..

'আবার নতুন নাটক জুনিয়র  ডাক্তারদের একাংশের। এতদিন ছিল উই ওয়ান্ট সিবিআই, এখন বলছে সিবিআই চার্জশিট মানি না। কেন একজনকে? যাকে পুলিশই ধরেছে, ওরা নাকি রাজভবন যাবে, ইয়ার্কি হচ্ছে,' সোশাল মিডিয়ায় জুনিয়র চিকিৎসকদের আক্রমণ কুণাল ঘোষের।

পুলস্ত্যকে ধর্মতলা থেকে এনআরএস হাসপাতালে নিয়ে গেল পুলিশ। ইউরিনে কিটোনের মাত্রা বেড়ে, বমি বমি ভাব পুলস্ত্য আচার্যের, জানালেন এনআরএসের অধ্যক্ষের। পুলস্ত্য আচার্যের জন্য রাখা আছে নির্দিষ্ট সিসিইউ, এনআরএস হাসপাতাল সূত্রে খবর।

কাল স্বাস্থ্যভবনে ফের বৈঠকের ডাক, জোড়া ইমেল মুখ্যসচিবের। বিকেল ৫.৫৪ : প্রথম ইমেলে কাল দুপুর ১২.৩০-এ স্বাস্থ্যভবনে বৈঠকের ডাক। সন্ধে ৭.১৪ : মঙ্গলবার 'দ্রোহের কার্নিভাল' প্রত্যাহারের অনুরোধ জানিয়ে ইমেল। প্রথম ইমেল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সকে। দ্বিতীয় ইমেল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স ও ডব্লুবি জুনিয়র ডক্টর্স ফ্রন্টকে। বৈঠকে ডাকা হল সমস্ত চিকিৎসক সংগঠনের ২ জন করে প্রতিনিধিকে। ৮টি চিকিৎসক সংগঠনের ২ জন করে প্রতিনিধিকে স্বাস্থ্যভবনে বৈঠকের ডাক। চিকিৎসক সংগঠনগুলিকে ই-মেল মুখ্যসচিবের। ১০ দফা দাবিতে ধর্মতলায় ৮ দিন ধরে অনশনে জুনিয়র ডাক্তাররা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram