RG Kar Protest: ধর্মতলার ধর্নায় মত্ত যুবকের দৌরাত্ম্য় ঘিরে হুড়োহুড়ি। ABP Ananda Live

Continues below advertisement

এক ধর্ষণ-খুনের প্রতিবাদে চলা ধর্নাতেই শ্লীলতাহানির অভিযোগ। ধর্মতলার ধর্নায় মত্ত যুবকের দৌরাত্ম্য় ঘিরে বাধল হুড়োহুড়ি। তুমুল উত্তেজনার সাক্ষী থাকল রবিবারের রাতের ধর্মতলার ধর্নাও। রবিবার সাধারণ মানুষের সঙ্গে, সারা রাত ধর্নায় বসার ঘোষণা করেন সেলিব্রিটিরাও। রাত দশটা নাগাদ আচমকাই ধর্নামঞ্চের কাছে তুমুল হুড়োহুড়ি শুরু হয়। দেখা যায়, এই যুবককে ধরে নিয়ে আসছেন আন্দোলনকারীরা। তাঁদের অভিযোগ, রাত দশটা নাগাদ আচমকাই মত্ত অবস্থায় ধর্নায় ঢুকে পড়ে এই যুবক। কয়েকজন মহিলা আন্দোলনকারীর সঙ্গে সে অভব্য় আচরণ করে বলে অভিযোগ। আন্দোলনকারীরা ধাওয়া করে তাকে ধরে। তাকে নিয়ে যাওয়া হয় ধর্নামঞ্চের দিকে। এই ঘটনা ঘিরে ধর্নাস্থলে তীব্র উত্তেজনা তৈরি হয়। এরপর অভিযুক্তকে আটক করে পুলিশ। ধর্নামঞ্চের কাছ থেকে নিয়ে গিয়ে, প্রথমে তাকে ঢোকানো হয় একটা কিয়স্কে। তারপর সেখান থেকে বার করে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয় থানায়।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram