RG Kar Protest: আরজি কর আন্দোলনের ফসল কী? স্পষ্ট জানালেন অভিজিৎ চৌধুরী, দিলেন পরামর্শও। ABP Ananda Live

'এই আন্দোলন থেকে যে ছেলেগুলো বেরিয়ে আসছে, আগামীর বার্তাবহ হয়ে আগামীতে তাঁরা আমাদের ব্যবস্থাকে পথ দেখাবে', এটাই এই আন্দোলনের ফসল বলে মনে করেন চিকিৎসক অভিজিৎ চৌধুরী। 'এই শোক, আহতভাব, রাগ এই সবকিছু কোনও একটা সময় থামবে, সেটাই বাস্তব। আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব নজরটা জারি রাখুন...'  এসএসকেএম-এর কনভেনশনে পরামর্শ তাঁর। 

সিপি (Kolkata Police CP) বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে এখনও অনড় জুনিয়র ডাক্তাররা। আরও বৃহত্তর আন্দোলনের ডাক দিয়ে লড়াই ফিরল ক্যাম্পাসে। কাল সুপ্রিম কোর্টে শুনানি, আজ ফের রাত দখলের ডাক। রাত ৯টা থেকে ১ ঘণ্টা আলো নিভিয়ে প্রতিবাদের আহ্বান জুনিয়র ডাক্তারদের। গতকাল সিপি-কে প্রতীকী শিরদাঁড়া দিয়ে সিপি-রই ইস্তফার দাবি জুনিয়র ডাক্তারদের। 

 

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola