RG Kar Protest: কাজে ফিরেও এবার আমরণ অনশনে জুনিয়র ডাক্তাররা | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Anandsa LIVE: ডেডলাইন শেষ, পুজোর মধ্যেই আমরণ অনশনে জুনিয়র ডাক্তাররা । কাজে ফিরলেও, খাবার খাব না, হুঁশিয়ারি জুনিয়র ডাক্তারদের । 'স্বচ্ছতা বজায় রাখতে অনশন মঞ্চে সিসি ক্যামেরা' । প্রথম দফায় আমরণ অনশনে ৬জন জুনিয়র ডাক্তাররা । 'ধর্মতলায় ধর্নামঞ্চ তুলতে বারবার পুলিশের বাধা' । কর্মবিরতি তুলে পুজোর মধ্যে এবার আমরণ অনশন । পুলিশের বিরুদ্ধে থ্রেট কালচারের অভিযোগ জুনিয়র ডাক্তারদের । অনশনে কারও কিছু হলে দায় সরকারের: জুনিয়র ডাক্তার
কাজে ফিরেও এবার আমরণ অনশনে জুনিয়র ডাক্তাররা

আরও খবর..

ফের রাজ্যে ধর্ষণ-খুনের অভিযোগ, 'এনকাউন্টার' দাওয়াই দেবের। 'এধরনের নিন্দনীয়, জঘন্য ঘটনায় শ্যুট অ্যাট সাইট করে দাও। এধরনের ঘটনা যেই করুক, ধরা পড়লে বাঁচিয়ে রেখে সরকারি টাকা খরচ করে লাভ নেই। আমি জানি, একজন জনপ্রতিনিধি হয়ে আমার একথা বলা উচিত নয়। কিন্তু, আইন কঠোর হলেও আমরা আমাদের মা-বোনেদের বাঁচাতে পারছি না। এটা সত্যিই আমাদের ভাবার বিষয়, আমাদের জেগে উঠতে হবে। মানুষের মধ্যে ভয় না থাকলে এধরনের ঘটনা আটকানো যাবে না। এমন কিছু করতে হবে যাতে কুকর্ম তো দূরের কথা, ভাবতেও যেন ভয় পায়', ধর্ষণ-খুন রুখতে এবার এনকাউন্টারের দাওয়াই তৃণমূল সাংসদ দেবের।

আমরণ অনশনে কলকাতা মেডিক্যাল কলেজের স্নিগ্ধা হাজরা। আমরণ অনশনে এনআরএস মেডিক্যালের পুলস্ত আচার্য। আমরণ অনশনে কেপিসি মেডিক্যালের সায়ন্তনী ঘোষ হাজরা। আমরণ অনশনে কলকাতা মেডিক্যালের তনয়া পাঁজা। আমরণ অনশনে এসএসকেএমের অর্ণব মুখোপাধ্যায়। আমরণ অনশনে কলকাতা মেডিক্যালের অনুষ্টুপ মুখোপাধ্যায়

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram