RG Kar Protest: 'স্বাস্থ্য দফতরের নির্দেশ ছাড়া সাসপেনশন ও বহিষ্কার করা যাবে না', নির্দেশ হাইকোর্টের | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: 'আর জি কর মেডিক্যালের বিতর্কিত চিকিৎসকদের উপর সাসপেনশন ও বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর নয়' । স্বাস্থ্য দফতরের নির্দেশ ছাড়া সাসপেনশন ও বহিষ্কার করা যাবে না' । রাজ্য সরকার সিদ্ধান্ত না নিলে ৫ অক্টোবরের সিদ্ধান্ত কার্যকর নয়' । নির্দেশ হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চের বিচারপতি কৌশিক চন্দর । 'কারণ ছাড়াই সাসপেন্ড, কী কারণে বহিষ্কার, তার কারণ স্পষ্ট নয়' । কী অভিযোগ, সেটাও জানানো হয়নি, সওয়াল বহিষ্কৃত ও সাসপেন্ডেড ডাক্তারদের আইনজীবীর । রিড্রেসাল সেলের প্রধান মুখ্যসচিব, কলেজ শুধু অভিযোগ ওই কমিটির কাছে পাঠাতে পারে । 'রাজ্য সিদ্ধান্ত নেবে, আমরা কাউকে বহিষ্কার করিনি' । সওয়াল আর জি কর মেডিক্যালের আইনজীবীর । '৫০০ জন রেসিডেন্ট ডাক্তার এদের বিরুদ্ধে থ্রেট কালচারের অভিযোগ আনেন' । অথচ আমাদের মামলায় পার্টি না করে কী ভাবে মামলা? প্রশ্ন অনিকেত মাহাতোর আইনজীবীর । পার্টি হতে চাইলে আবেদন করতে পারে রেসিডেন্ট চিকিৎসক সংগঠন, মন্তব্য বিচারপতির

 আরও খবর..

কালই গভীর নিম্নচাপ পরিণত হতে পারে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে। কাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। উপকূলবর্তী এলাকায় সতর্কতা জারি করেছে প্রশাসন। কাল থেকে ওড়িশার উপকূলবর্তী জেলার সব স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত। কালকের মধ্যেই পুরীর সৈকত পর্যটকশূন্য করার নির্দেশ ওড়িশা সরকারের। সাগর দ্বীপ থেকে এই মুহূর্তে ৭৭০ কিমি দূরে অবস্থান করছে নিম্নচাপ। 

কাল থেকে ওড়িশার উপকূলবর্তী জেলার সব স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত। কালকের মধ্যেই পুরীর সৈকত পর্যটকশূন্য করার নির্দেশ ওড়িশা সরকারের। সাগর দ্বীপ থেকে এই মুহূর্তে ৭৭০ কিমি দূরে অবস্থান করছে নিম্নচাপ

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram