RG Kar Protest: আর জি কর-কাণ্ডের প্রতিবাদে তারাতলা থেকে ঠাকুরপুকুর পর্যন্ত মানববন্ধন | ABP Ananda LIVE
ডেডলাইন শেষ, আমরণ অনশনে জুনিয়র ডাক্তাররা। কাজে ফিরলেও, খাবার খাব না, হুঁশিয়ারি জুনিয়র ডাক্তারদের। 'স্বচ্ছতা বজায় রাখতে অনশন মঞ্চে সিসি ক্যামেরা', প্রথম দফায় আমরণ অনশনে ৬জন জুনিয়র ডাক্তাররা। 'ধর্মতলায় ধর্নামঞ্চ ভাঙতে বারবার পুলিশের বাধা', কর্মবিরতি তুলে পুজোর মধ্যে এবার আমরণ অনশন। পুলিশের বিরুদ্ধে থ্রেট কালচারের অভিযোগ জুনিয়র ডাক্তারদের
আরও খবর..
আর জি কর-কাণ্ডের মধ্যেই ছাত্রীকে ধর্ষণ-খুনের অভিযোগে রণক্ষেত্র জয়নগর। বিচারের দাবিতে মহিষমারিতে ফের পুলিশকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের। দফায় দফায় বিক্ষোভ, পুলিশকে তাড়া করে ফাঁড়িতে আগুন, বাইক ভাঙচুর। গতকাল দুপুর থেকে নিখোঁজ, মহিষমারি ফাঁড়ি থেকে ফেরানোর অভিযোগ। রাতে মহিষমারি ফাঁড়ি থেকে ফিরিয়ে কুলতলি থানায় যেতে বলার অভিযোগ। নিষ্ক্রিয়তার অভিযোগে বারুইপুরের এসডিপিএকে লাঠি হাতে গ্রামবাসীদের তাড়া। গ্রামবাসীদের তাড়ায় এলাকায় ঢুকতেই পারলেন না তৃণমূল বিধায়ক। হাসপাতালে গিয়েও ফিরতে হল তৃণমূল সাংসদকে, গো ব্যাক স্লোগান। রাতে বাড়ির কাছে জলাজমি থেকে বালিকার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার।ছাত্রীকে খুনের অভিযোগে গ্রেফতার ১, ৭দিনের পুলিশ হেফাজত।
জয়নগরকাণ্ডে মুখ্যমন্ত্রীর ইস্তফা দাবি বিরোধী দলনেতার। 'আর জি করের দুর্ভাগ্যজনক ঘটনা থেকে কোনও শিক্ষা নেয়নি রাজ্য সরকার। পুলিশের কর্তব্যে গাফিলতির কারণেই শিশুটিকে প্রাণ দিতে হল। রাজ্যে মহিলারা কতটা সুরক্ষিত প্রশাসন ও পুলিশকর্তারা সবসময় ব্যাখ্যা দিতে ব্যস্ত থাকেন। মহিলাদের সুরক্ষার কথা উঠলেই সিসিটিভি বসানোর কথা বলেন। কিন্তু বাস্তবে প্রয়োজনের সময় সিসিটিভি-তে কোনও নজরদারি হয় না। কোনও ঘটনা ঘটলে সর্বশক্তি প্রয়োগ করে সেটাকে চাপা দিতে তৎপর হয় পুলিশ', সোশাল মিডিয়ায় পোস্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।