RG Kar Protest: আরজি কর কাণ্ডের বিচার চেয়ে রাজ্যজুড়ে রাত জাগছে রাজ্যবাসী। ABP Ananda Live
কলকাতার পাশাপাশি রাজ্যজুড়ে বিচার চেয়ে রাত জাগছে রাজ্যবাসী। বর্ধমান থেকে ওন্দা, কোচবিহার থেকে রানাঘাট, কৃষ্ণনগর, বারাসত, বহরমপুর, জলপাইগুড়িতে মোমবাতি হাতে মিছিল।
আর জি কর মেডিক্যাল কলেজে পোস্ট গ্র্যাজুয়েশনে ভর্তিতে দুর্নীতির অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা করলেন চিকিৎসক রাজীব রঞ্জন। আগামী সপ্তাহে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের এজলাসে এই মামলার শুনানির সম্ভবনা রয়েছে।
সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রর বিরুদ্ধে, কলকাতা হাইকোর্টে মামলা করলেন আইনজীবী ও সিপিএম নেতা সায়ন বন্দ্যোপাধ্যায়। বিষয়টি বিচারাধীন বলে উল্লেখ করে, কোনও মন্তব্য় করতে চাননি লাভলি মৈত্র।
আর জি কর-কাণ্ডের প্রতিবাদে এবার পদত্যাগ করার ইচ্ছাপ্রকাশ করলেন রাজ্য মেডিক্যাল কাউন্সিলের ২ সদস্য। এরপরই রাজ্য় মেডিক্যাল কাউন্সিলের প্রেসিডেন্ট সুদীপ্ত রায়কে চিঠি পাঠিয়ে পদত্যাগ করতে অনুরোধ করল ইন্ডিয়ান মেডিক্য়াল অ্য়াসোসিয়েশনের রাজ্য় শাখা। পাশাপাশি আরও পাঁচ সদস্যকে সাসপেন্ড করতেও আর্জি জানিয়েছে রাজ্য় আইএমএ।