RG Kar Protest: সোদপুর থেকে ধর্মতলা ন্যায় বিচার যাত্রার ডাক জুনিয়র ডাক্তারদের | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: আর জি কর-কাণ্ডে বিচারের দাবিতে এবার ন্যায় বিচার যাত্রা । শনিবার সোদপুর থেকে ধর্মতলা ন্যায় বিচার যাত্রার ডাক জুনিয়র ডাক্তারদের । নাগরিক সমাজকে ন্যায় বিচার যাত্রায় যোগ দেওয়ার ডাক জুনিয়র ডাক্তারদের । কলকাতা থেকে জয়নগর, কৃষ্ণনগর, শনিবার রাজ্যজুড়ে নির্যাতন-খুনের প্রতিবাদ । নাগরিক সমাজকে রাজ্য জুড়ে ন্যায় বিচার যাত্রায় সামিল হওয়ার ডাক জুনিয়র ডাক্তারদের
আরও খবর...
সিনিয়র চিকিৎসকদের ৭টি সংগঠনের সঙ্গে ভার্চুয়াল বৈঠক জুনিয়রদের। সন্ধে ৭ থেকে চলছে বৈঠক, যৌথ আন্দোলনের রূপরেখা ঠিক করতে বৈঠক। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স, আইএমএ বেঙ্গল, সার্ভিস ডক্টর্স ফোরামের সঙ্গে জুনিয়র ডাক্তারদের।বেসরকারি চিকিৎসকদের সংগঠন প্রাইভেট হেলথ প্রফেশনালের সঙ্গেও বৈঠক জুনিয়র ডাক্তারদের।
'এটা কোনও প্রতিদ্বন্দ্বিতা নয়, কে জিতল, কে হারল তা নয়, সমস্যার সমাধান করতে হবে। আগেকার জনসমর্থন আর এখনকার জনসমর্থনের মধ্যে পার্থক্য আছে', আর জি করকাণ্ডের আবহে মন্তব্য সুদীপ বন্দ্যোপাধ্যায়ের।