RG Kar Case: ডেডলাইনের পাল্টা ডেডলাইন, রাজ্য সরকারকে টাইম লাইন বেঁধে দিলেন জুনিয়র চিকিৎসকরা
ডেডলাইনের পাল্টা ডেডলাইন। এবার রাজ্য সরকারকে টাইম লাইন বেঁধে দিলেন জুনিয়র চিকিৎসকরা। আগের ৫ দফা দাবির সঙ্গে জুড়ে গেল রাজ্যের স্বাস্থ্যসচিবের ইস্তফার দাবি। স্বাস্থ্য অধিকর্তা (DHS) ও স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তার (DME)-রও ইস্তফার দাবি তুলেছেন আন্দোলনকারী চিকিৎসকরা। এই দাবি পূরণের জন্য আজ বেলা ১২টায় করুণাময়ী থেকে মিছিল করে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা।
দাবি পূরণ না হওয়া পর্যন্ত স্বাস্থ্য ভবনে টানা অবস্থানের প্রস্তুতি নিচ্ছেন চিকিৎসকরা। আজ বিকেল ৫টার মধ্যে সরকার পদক্ষেপ করলে কর্মবিরতি তোলার আবেদন ভেবে দেখা হবে বলে জানিয়েছেন তাঁরা।
সুপ্রিম কোর্টের নির্দেশ, মুখ্যমন্ত্রীর বার্তার পরেও অনড় জুনিয়র ডাক্তাররা। বিকেল ৫টার মধ্যে তাঁদের সব দাবি মেটানোর পাল্টা ডেডলাইন জুনিয়র ডাক্তারদের। 'সরকার পদক্ষেপ করলে কর্মবিরতি প্রসঙ্গে তাদের আবেদন নিয়ে ভেবে দেখতে পারি'। 'অন্যথায় আমরা বুঝব, সরকার আদৌ চান না অচলাবস্থা কাটুক'। 'সেক্ষেত্রে রাজ্য জুড়ে যে পরিস্থিতি তৈরি হচ্ছে, তার জন্য সরকারকে দায়ী করতে বাধ্য থাকব'। আন্দোলন নিয়ে স্পষ্ট বার্তা জুনিয়র চিকিৎসকদের।