RG Kar Protest: 'স্বেচ্ছাসেবকরা দৌড়ে ওই ব্যক্তিকে ধরে...' ধর্নামঞ্চে মত্ত যুবক কী করেছিলেন? ABP Ananda Live
'এই লোকটি মদ্যপ ছিলেন. এর আগেও ওঁর মুখ থেকে গন্ধ পাওয়া গিয়েছে। তাও উনি বারবার আসছিলেন। উনি নাকি ৫ বার এসেছেন। অভিযোগ তিনি হেনস্থা করেছেন এক আন্দোলনকারীকে। তারপর স্বেচ্ছাসেবকরা দৌড়ে ওই ব্যক্তিকে আটকে রাখা হয়। পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। হেয়ার স্ট্রিট থানায় একটি এফআইআর দায়ের করা হচ্ছে', জানিয়েছেন যে অভিযুক্ত তার গায়ে হাত দেওয়া হয়নি বলে জানিয়েছেন আন্দোলনের আয়োজকরা। অনেকেই ক্ষুব্ধ হয়েছিলেন, কিন্তু কাউকে অভিযুক্তের গায়ে হাত দিতে দেওয়া হয়নি বলে জানাচ্ছেন এদিনের আন্দোলনের আয়োজকের একজন।
আরজি কর-কাণ্ডে বিচার চেয়ে মহানগরীতে প্রতিবাদের মহামিছিল। নাগরিক সমাজের পাশাপাশি, মিছিলে পা মেলালেন তারকারা। ছিলেন অপর্ণা সেন, স্বস্তিকা মুখোপাধ্য়ায়, বাদশা মৈত্র, সাহেব চট্টোপাধ্য়ায়রা। অন্য়দিকে, গোলপার্ক থেকে কালো পোশাকে, মৌন মিছিল করলেন রামকৃষ্ণ মিশনের প্রাক্তন পড়ুয়ারা।