Mamata Banerjee: সেন্ট্রাল এজেন্সি দিয়ে ২ বছরের খাতা পরীক্ষা করলে অনেক কিছু বেরিয়ে আসবে: মুখ্যমন্ত্রী
ABP Ananda LIVE: 'পরীক্ষা স্বচ্ছভাবে হবে, দেখবেন মুখ্যসচিব, অনেকের বিরুদ্ধে অভিযোগ আছে' । সেন্ট্রাল এজেন্সি দিয়ে ২ বছরের খাতা পরীক্ষা করলে অনেক কিছু বেরিয়ে আসবে: মুখ্যমন্ত্রী । খাতা চেক করলে ১০ নম্বরও পাবে না, তারা এখন হাউসস্টাফ, পাল্টা অনিকেত । যা বিচারাধীন তা নিয়ে আমরা কিছু করতে পারব না: মুখ্যমন্ত্রী । ধর্মতলায় ২৬দিনের অনশনের প্রসঙ্গ তুললেন মুখ্যমন্ত্রীজুনিয়র ডাক্তারদের ফের অনশন তোলার আবেদন মুখ্যমন্ত্রীর
আরও খবর..
টাস্ক ফোর্সে ডাক্তারদের প্রতিনিধি আরও বাড়ানোর দাবি। কলেজ লেভেল মনিটরিং কমিটিতে জুনিয়র ডাক্তারদের নির্বাচিত প্রতিনিধি রাখার দাবি
'এই কমিটি যেন সিলেক্টেড না হয়, ইলেক্টেড হয়। যাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাদের বিরুদ্ধে যেন তদন্ত হয়', অভয়ার মৃত্যুর তদন্তে যেন সহযোগিতা করে রাজ্য: জুনিয়র ডাক্তার। আমরা সব কিছু করেছি, আমরাও চাই তাড়াতাড়ি বিচার হোক: মুখ্যমন্ত্রী।
'গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন না হলে থ্রেট কালচার বন্ধ হবে না', আমরা চাই না ভবিষ্যতে যেন আরও বিরূপাক্ষ তৈরি হোক: জুনিয়র ডাক্তার, যে নেই, তার নাম নিয়ে আলোচনা নয়, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী