RG Kar Protest: অভয়া পরিক্রমা, দ্রোহের কার্নিভালের পর এবার গণস্বাক্ষর অভিযান জুনিয়র ডাক্তারদের | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: অভয়া পরিক্রমা, দ্রোহের কার্নিভালের পর এবার গণস্বাক্ষর অভিযান। ফের ম্যাটাডোর আসতে বাধা দিচ্ছে পুলিশ, অভিযোগ জুনিয়র ডাক্তারদের।

আরও খবর..

আর জি কর কাণ্ডে সিবিআইয়ের উপর চাপ বাড়াতে ফের CGO কমপ্লেক্স অভিযান। দ্রুত তদন্তের দাবিতে সিবিআই দফতর অভিযানে জাগো নারী নামে একটি মহিলা সংগঠন। সল্টলেকের করুণাময়ী থেকে মিছিল যাবে CGO কমপ্লেক্সে। 

হাসপাতাল থেকে ছাড়া পেলেন অনিকেত মাহাতো। অনিকেতের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় সিদ্ধান্ত। টানা অনশনে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন অনিকেত। ৭ দিন পর হাসপাতাল থেকে মুক্তি। 

কলকাতা থেকে প্রায় ষাট কিলোমিটার দূরে হাওড়ার উলুবেড়িয়া মহকুমার খালনা গ্রাম। লোকমুখে যা লক্ষ্মী গ্রাম বলে পরিচিত। আক্ষরিক অর্থে সত্যিই এই গ্রামে লক্ষ্মী দেবীর বরাবরের অধিষ্ঠান। প্রায় দেড়শো বছর আগে থেকে এই গ্রামে জাঁকজমকপূর্ণভাবে দেবী লক্ষ্মী পূজা করা হয়। দুর্গাপুজোর ঠিক পরেই কোজাগরী লক্ষ্মী পূজায় সেজে ওঠে এই গ্রাম। প্রায় শতাধিক পূজা কমিটি ধুমধাম করে লক্ষ্মী পূজার আয়োজন করে। বিশাল মন্ডপ,চোখ ধাঁধানো আলোক মেলা, নানা থিমের পুজা দেখতে ভিড় জমান প্রায় লক্ষাধিক মানুষ। ১৬ -১৮ অক্টোবর চলবে এই পুজো। থাকছে কার্নিভাল ও। সমুদ্রের তলদেশের চিত্র, ইচ্ছেডানা বা রাধা কৃষ্ণের কুঠি ; এরকম নানা থিমে সেজে উঠেছে পূজা। আর তা দেখতেই আশেপাশের গ্রাম সহ কলকাতা থেকে অসংখ্য মানুষ ভীড় জমাচ্ছেন এই পুজো দেখতে ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram