RG Kar Protest News:'রোগী মেরে কোনও আন্দোলন করা যাবে না',আন্দোলনরত চিকিৎসকদের হুঁশিয়ারি মানস ভুঁইয়ার | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: আন্দোলনরত চিকিৎসকদের হুঁশিয়ারি মানস ভুঁইয়ার । 'রোগী মেরে কোনও আন্দোলন করা যাবে না' । আর জি কর-কাণ্ডে আন্দোলন নিয়ে বিরোধীদেরও আক্রমণ মানসের । 'আন্দোলনের নেপথ্যে উগ্র বামপন্থী ও দিল্লির আরেকটা পার্টি'। 'মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি কেন, মামাবাড়ির আবদার নাকি?' । বিরোধীদের আক্রমণ সেচমন্ত্রী মানস ভুঁইয়ার
আরও খবর..
রেশন দুর্নীতি মামলায় তদন্ত চালকালীনই পূর্ব মেদিনীপুরের পটাশপুরের (East Medinipur) একটি খাল থেকে উদ্ধার হল বস্তা বস্তা চাল। এখনও পর্যন্ত উদ্ধার হওয়া ২০০টি চালের বস্তার গায়েই সরকারি ছাপ রয়েছে। এর ফলে এই চালের বস্তাগুলিকে (Rice bag) রেশনের বলে সন্দেহ হয় এলাকাবাসীর। বিষয়টিকে কেন্দ্র করে তুমুল উত্তেজনাও ছড়ায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে পটাশপুর এক নম্বর ব্লকের ব্রজলালপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি ব্রিজের নিতে খালের মধ্যে চালের বস্তা পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পটাশপুর থানার পুলিশ এসে চালের বস্তাগুলো খাল থেকে তোলে। কে বা কারা এভাবে খালের মধ্যে চালের বস্তা ফেলল, কী কারণে ফেলল তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখছে প্রশাসন। অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন তৃণমূল কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি পীযূষ পণ্ডা।