RG Kar Protest: আরজি কর কাণ্ডে বিচার চেয়ে নাগরিক সমাজের ডাকা মিছিলে সাধারণ মানুষের ঢল। ABP Ananda Live

Continues below advertisement

আরজি কর কাণ্ডের জেরে টানা রাস্তায় নামছেন সাধারণ মানুষ। বিচার চেয়ে অনবরত চলছে মিছিল-মিটিং। রবিবারও দেখা গিয়েছে একই ছবি। নাগরিক সমাজের ডাকা মিছিলে সাধারণ মানুষের সঙ্গে পা মিলিয়েছেন একাধিক শিল্পী ও তারকা। 

চিকিৎসককে ধর্ষণ-খুনের পর ২২দিন পার। আর জি কর-কাণ্ডে রাজপথে মহামিছিলে তীব্র প্রতিবাদের স্বর। বিচার চেয়ে মহানগরীতে প্রতিবাদের ঢেউ। পা মেলালেন তারকারাও।  দোষীদের কঠোর শাস্তির দাবিতে কালো পোশাক পরে রাজপথে রামকৃষ্ণ মিশন, সেন্ট জনস ডায়োসেশান গার্লসের প্রাক্তনীরা। ওই মিছিলে যোগ দিয়েছিলেন অপর্ণা সেন। তিনি বলেন, 'ভিতর থেকে ধিক্কার জানাচ্ছি। সাধারণ মানুষ তো প্রতিকার চাইবে। আমরা তো করদাতা, আমরা তো প্রতিকার চাইব।' রাতে মহিলাদের ডিউটি সংক্রান্ত সরকারি যে বিজ্ঞপ্তি নিয়ে সমালোচনা শুরু হয়েছে, সেই প্রসঙ্গে অপর্ণা সেন বলেন, 'এটা অত্যন্ত পশ্চাৎমুখী পদক্ষেপ, রিগ্রেসিভ। এটা আমরা মানব না।' বিচার কি মিলবে? সাংবাদিকের প্রশ্নের উত্তরে অপর্ণা সেন বলেন, 'আশা ছাড়া আমরা কি করতে পারি? সর্বোচ্চ আদালতে রয়েছে বিষয়টা। যদি দরকার পড়ে পথে নামব আমরা।'

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram