RG Kar Protest: আর জি কর-কাণ্ডে ১০০ দিন, এখনও মেলেনি বিচার, অভয়া মঞ্চের ডাকে সাইকেল ‍র‍্যালি | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: আজ আর জি কর-কাণ্ডে ১০০ দিন, এখনও মেলেনি বিচার । বিচারের দাবিতে অভয়া মঞ্চের ডাকে মশাল নিয়ে সাইকেল ‍র‍্যালি । শ্যামবাজারে বিচার চেয়ে অবস্থান জুনিয়র ডাক্তারদের

আরও খবর.

হঠাৎ অসুস্থ এসএসকেএম মেডিক্যাল কলেজের এক হাউস স্টাফ। আজ সকালে প্রায় অচৈতন্য অবস্থায় হোস্টেল থেকে উদ্ধার করা হয় ওই জুনিয়র চিকিৎসককে। তারপর তাঁকে এসএসকেএম-এরই সিসিইউ-তে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, বিকেলের দিকে তাঁর অবস্থা স্থিতিশীল হয়েছে।

মালদায় ট্যাব-প্রতারণা কাণ্ডে পুলিশের জালে এবার সিতাইয়ের প্রাথমিক শিক্ষক। সরকারি পোর্টাল হ্যাক করে হবিবপুরের স্কুল থেকে পড়ুয়াদের টাকা হাতানোর অভিযোগ। ১৫টি অ্যাকাউন্টের হদিশ।

পরীক্ষা না দিয়েই সরকারি চাকরির পক্ষে সওয়াল করলেন শাসক দলেরই নেতা? সিভিক ভলান্টিয়ার নিয়োগ নিয়ে আজব দাবি করলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকত মোল্লা। যা নিয়ে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে বিরোধী শিবির। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola