
RG Kar Protest: শিয়ালদা কোর্টের নির্দেশনামা থেকেও উঠে এল মারাত্মক তথ্য ! | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: আর জি কর মেডিক্যালে চিকিৎসকের ধর্ষণ-খুনকে শুরু থেকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করছিল হাসপাতাল কর্তৃপক্ষ। পরিকল্পিতভাবে সেই চেষ্টায় কি জড়িত ছিল আর জি কর হাসপাতালের পুলিশ আউটপোস্টও? এমনই মারাত্মক তথ্য উঠে এল শিয়ালদা কোর্টের নির্দেশনামা থেকেও। রায়ে উল্লেখ করা হয়েছে, ৯ অগাস্ট সকালে পুলিশ আউটপোস্ট থেকে টালা থানায় ফোন করে বলা হয়, হাসপাতালে একজন চিকিৎসক আত্মহত্য়া করেছেন। নিহত চিকিৎসকের মা-বাবাও দাবি করেছিলেন, শুরুতে হাসপাতাল থেকে ফোন করে তাদের জানানো হয়েছিল যে মেয়ে আত্মহত্যা করেছেন। আর ফোন করার সময় সামনে পুলিশও ছিল বলে জানানো হয়। তাহলে কি ইচ্ছাকৃতভাবেই সর্বস্তর থেকে ধর্ষণ-খুনের ঘটনা চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল? উঠছে প্রশ্ন
আর জি করের জুনিয়র ডাক্তার, আসফাকুল্লা নাইয়ার বাড়িতে তল্লাশি এবং তলব নিয়ে, হাইকোর্টে প্রশ্নের মুখে পড়ল পুলিশ
আর জি করের জুনিয়র ডাক্তার, আসফাকুল্লা নাইয়ার বাড়িতে তল্লাশি এবং তলব নিয়ে, হাইকোর্টে প্রশ্নের মুখে পড়ল পুলিশ। ছত্রে ছত্রে পুলিশের অতিসক্রিয়তা নিয়ে প্রশ্ন তুললেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বললেন, অভিযোগকারী তো রোগী নন। থানায় গেলেন আর মামলা শুরু করে দিলেন। বহু ক্ষেত্রে তো জেনারেল ডায়েরি করেই ফেলে রাখেন।
মেদিনীপুর মেডিক্যালে সালাইনকাণ্ডের আবহেই এবার জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে প্রসূতিকে ত্রুটিযুক্ত স্যালাইন দেওয়ার অভিযোগ উঠল। কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করল পরিবার। হাসপাতালের তরফে গঠন করা হয়েছে তদন্ত কমিটি।