RG Kar Update: চিকিৎসক সংগঠনগুলির সঙ্গে মুখ্যসচিবের বৈঠকেও কাটল না জট। ABP Ananda Live

RG Kar News: আর জি কর কাণ্ডের বিচারের দাবিতে চলছে আন্দোলন। আজ স্বাস্থ্য ভবনে ১২ টি চিকিৎসক সংগঠনের সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব। কিন্তু বৈঠকের পরেও কাটল না জট। বৈঠক শেষে সিনিয়র চিকিৎসকরা জানান, 'এই বৈঠক হতাশাজনক।' অন্যদিকে মুখ্যসচিব জানান, 'আমাদের পক্ষে নির্দিষ্ট টাইমলাইন দেওয়া সম্ভব নয়, জুনিয়র চিকিৎসকদের অনুরোধ করছি অনশন তুলে নিতে।'  

আরও খবর, আর জি কর-কাণ্ডের বিচার, নিরাপত্তা সহ ১০ দফা দাবিতে যখন ধর্মতলায় আমরণ অনশন করছেন জুনিয়র ডাক্তাররা, তখন ফের SSKM-এ উঠেছে দুষ্কৃতী-তাণ্ডবের অভিযোগ। হকি স্টিক, উইকেটের আঘাতে মাথাফাটে রোগীর আত্মীয়দের। হাসপাতালে তাণ্ডবের ঘটনায় গ্রেফতার হয়েছেন ৫ জন। সিসিটিভি ক্য়ামরার ফুটেজের ভিত্তিতে তাঁদের গ্রেফতারের পাশাপাশি ৪ টি মোটর বাইক বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে খুনের চেষ্টার ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃতরা চেতলা, আলিপুরের বাসিন্দা।

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola