RG Kar Case: 'গণতান্ত্রিক কাঠামো ধরে রাখতে গেলে একটিই অনুশাসন থাকা উচিত', ইঙ্গিতপূর্ণ পোস্ট সুখেন্দুশেখরের
সুপ্রিম কোর্টে আর জি কর-কাণ্ডের শুনানির আগে সোশাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন সুখেন্দুশেখর রায়ের। 'গণতান্ত্রিক কাঠামো ধরে রাখতে গেলে একটিই অনুশাসন থাকা উচিত'। 'বিচার পাওয়ার অধিকার সকলের আছে'। এরপর তৃণমূল সাংসদ লেখেন, উই ডিমান্ড জাস্টিস, আমরা বিচারের দাবি জানাচ্ছি। এপ্রসঙ্গে মার্কিন বিচারপতি লার্নেড হ্যান্ডের নাম উল্লেখ করেছেন রাজ্যসভার তৃণমূল সাংসদ।
সিবিআই তদন্তের মাঝেই হস্টেলের ঘরের তালা ভেঙে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা। এবিপি আনন্দে চাঞ্চল্যকর অভিযোগ করলেন আর জি করের এক ইন্টার্ন চিকিৎসক। সিবিআই, পুলিশের পাশাপাশি, সিআইএসএফের কাছে অভিযোগ জানিয়েছেন তিনি। তাঁর প্রশ্ন, হাসপাতালে সিআইএসএফ মোতায়েন থাকা সত্ত্বেও কীভাবে ঘটল এই ঘটনা?
কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে রাত জাগলেন মানুষ। রাতভর ধর্নায় ছিলেন আর জি কর মেডিক্যালের চিকিৎসক ও পড়ুয়ারা। এই আশ্বিনে দুর্গার ছবিতে আঁকা হল প্রতিবাদের বোধন।