
RG Kar News: 'তদন্ত চলছে বলে আদালতে জানিয়েছে সিবিআই', কী বললেন অভয়ার বাবা ? | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: আর জি কর মেডিক্যালে ধর্ষণ ও খুনের ঘটনায় শিয়ালদা আদালতে আরও একটি স্টেটাস রিপোর্ট জমা সিবিআইয়ের । শিয়ালদা আদালতের অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় আদালতে স্টেটাস রিপোর্ট জমা দিল সিবিআই । এই মুহূর্তে তিন জনের ফোন কল ডিটেলস নজরে রয়েছে, স্টেটাস রিপোর্ট জমা দিয়ে আদালতে জানাল সিবিআই । ৩ জনের সিডিআর ও কল ডিটেলস পরীক্ষা করা হচ্ছে, জানাল সিবিআই । সম্প্রতি ২৪ জনের নতুন করে বয়ান রেকর্ড করেছে সিবিআই । তদন্ত চলছে বলে আদালতে জানিয়েছে সিবিআই
আরও খবর...
ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা। কলকাতা ছাড়াও কেঁপে উঠল একাধিক জেলা।
ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা। কলকাতা ছাড়াও কেঁপে উঠল একাধিক জেলা। মায়ানমারে যে ভূমিকম্প হয়েছে, রিখটার স্কেলে মাত্রা ৭.২ বলে জানা যাচ্ছে, তারই প্রভাব পড়েছে কলকাতায়। মায়ানমার সরকার যে স্টেটমেন্ট ইস্যু করেছে, সেটা হচ্ছে, মাত্রা ৭.৭। অর্থাৎ রিখটার স্কেলে মাত্রা আরও একটু বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও তার Official Confirmation এর জন্য আরও একটু অপেক্ষা করা হচ্ছে।
যেটা জানা যাচ্ছে যে, সাগাইং বলে একটি জায়গা রয়েছে মায়ানমারে, সেখান থেকে ১৬ কিমি উত্তর এবং উত্তর পশ্চিমদিকে, এই ভূমিকম্পের উৎস। ভূমিকম্পের যে কেন্দ্র, মাটি থেকে ১০ কিমি গভীরে, এমনটাই প্রাথমিকভাবে বলা হচ্ছে।এবং যে জায়গাগুলি ভূমিকপম্পের জন্য প্রভাবিত হয়েছে, তার মধ্যে মায়ানমার তো অবশ্যই থাকছে। ভারতেও তার প্রভাব পড়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশকিছু জায়গায় যেমন অনুভূত হয়েছে, অন্যান্য জেলাগুলিতেও অনুভূত হয়েছে। তেমন মায়ানমারের আশেপাশে বেশ কয়েকটি দেশ, যেমন বাংলাদেশ , থাইল্যান্ড, এমনকি চিনে পর্যন্ত ভূমিকম্প অনুভূত হয়েছে। এমনটাই প্রাথমিক রিপোর্টে উঠে আসছে।