RG Kar Protest: 'রাজ্য সরকারের অনুষ্ঠান ছাড়া অন্য কোনও অনুষ্ঠানে অংশ নিতে পারবে না পড়ুয়ারা', বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক
পশ্চিম মেদিনীপুরের পর এবার বাঁকুড়া। দুই জেলার দুই জেলার দুই সকুল পরিদর্শকের নির্দেশিকা ঘিরে তৈরি হল বিতর্ক। নির্দেশিকার আড়ালে কণ্ঠরোধের চেষ্টা হচ্ছে বলে ক্ষোভপ্রকাশ করল বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি।
আর জি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় উত্তাল রাজ্য থেকে দেশ। বিচার চেয়ে পথে নামছেন ৮ থেকে ৮০ - সব বয়সের মানুষ। এমনকী, কলকাতার বুকে প্রতিবাদ মিছিলে সামিল হতে দেখা গেছে সকুল পড়ুয়াদেরও। ঠিক এই আবহে, পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়া, দুই জেলার দুই স্কুল পরিদর্শকের নির্দেশিকা ঘিরে তৈরি হল জোর বিতর্ক।জেলার প্রতিটি স্কুল কর্তৃপক্ষকে নির্দিষ্ট সময়ে স্কুল চালু ও স্কুল ছুটি দিতে হবে।
বৃহস্পতিবার, বাঁকুড়ার জেলা স্কুল পরিদর্শকের তরফে জারি করা হয় এই নির্দেশিকা। স্কুলের বাইরে রাজ্য সরকারের অনুষ্ঠান ছাড়া অন্য কোনও অনুষ্ঠানে অংশ নিতে পারবে না পড়ুয়ারা। স্কুলের সময়ের বাইরে কোনও পড়ুয়া কোনও কর্মসূচিতে অংশ নিলে তাঁরা কী করবেন?
স্কুল পরিদর্শকের এই নির্দেশ ঘিরে প্রশ্ন তুলেছেন শিক্ষকদের একাংশ।