RG Kar Protest: কবে সাপ্লিমেন্টারি চার্জশিট দেবে সিবিআই ? উঠছে প্রশ্ন | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: শিয়ালদা কোর্টের বিচারক অনির্বাণ দাস বলেন, তিনি এই ঘটনাকে বিরলের মধ্য়ে বিরলতম বলে মনে করেন না। এই প্রেক্ষাপটে পরিবার থেকে আন্দোলনকারী চিকিৎসক...সবাই প্রশ্ন তুলেছেন CBI-এর তদন্ত নিয়ে।  CBI কোনও কাজই করেনি বলেই CBI আগে উত্তর দেখেছে অঙ্ক করার সময় আগে উত্তর দেখেছে এবং পরে অঙ্কটাকে সাজিয়েছে। তথ্য় প্রমাণ লোপাটের অভিযোগের কী হল? সাপ্লিমেন্টারি চার্জশিট দেবে CBI? তাতে কি তথ্য় প্রমাণ লোপাটের যে অভিযোগ উঠছে তা থাকবে? তথ্য় প্রমাণ লোপাটের অভিযোগে সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে সিবিআই গ্রেফতার করলেও...৯০ দিনের মধ্য়ে চার্জশিট না দেওয়ায় দুজনেই জামিন পেয়ে যান।  এতদিন আদালতে তথ্য়প্রমাণ লোপাটের যে অভিযোগ তারা সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে করেছিলেন, তার সপক্ষে কি যথাযত প্রমাণ সম্বলিত চার্জশিট তারা পেশ করতে পারবে? শিয়ালদা আদালতে পেশ করা রিপোর্টে সিবিআই জানিয়েছে,বৃহত্তর ষড়যন্ত্রে দু'জনের ভূমিকা নিয়ে তদন্ত চলছে। পরবর্তী তদন্তের পর সাপ্লিমেন্টারি ফাইনাল রিপোর্ট দেওয়া হবে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola