RG Kar Protests Live Updates: মহিলা চিকিৎসককে নিহতের ঘটনায় আন্দোলনে অনড় জুনিয়র চিকিৎসকরা

Continues below advertisement

ABP Ananda Live: মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় আন্দোলনে অনড় জুনিয়র চিকিৎসকরা। চলছে কর্মবিরতি। পাশাপাশি, আজ রাজ্যজুড়ে ৮ ঘণ্টা আউটডোরে কর্মবিরতির ডাক দিয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স। সকাল ৮টা থেকে বিকেল ৪টে পর্যন্ত রাজ্যের সমস্ত সরকারি-বেসরকারি হাসপাতালে আউটডোর বন্ধ রাখার ডাক দেওয়া হয়েছে। RG কর হাসপাতালে সকাল ৯টায় কাউন্টার খোলা হলেও টিকিট দেওয়া শুরু হয়নি। চিকিৎসককে দেখানো যাবে, নাকি ফিরে যেতে হবে, তা নিয়ে দোলাচলে রোগী ও তাঁদের আত্মীয়-পরিজনেরা। 

আরও খবর, আর বুধবারই RG কর মেডিক্যাল কলেজে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের তদন্তে দিল্লি থেকে কলকাতায় এল CBI-এর বিশেষ দল। দলে রয়েছেন মেডিক্যাল ও ফরেন্সিক বিশেষজ্ঞরা। বুধবার সকালেই ধৃত সঞ্জয়কে সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে পুলিশ। SSKM-এ স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নিয়ে যাওয়া হল CGO কমপ্লেক্সে। সেই সঙ্গে তাদের হাতে তুলে দেওয়া হস সাক্ষীদের বয়ান সংক্রান্ত নথি। মঙ্গলবারই কেস ডায়েরি-সহ মামলার নথি CBI-এর হাতে তুলে দিয়েছে পুলিশ CBI-এর মেডিক্যাল ও ফরেন্সিক বিশেষজ্ঞরা RG কর মেডিক্যালে ঘটনাস্থলে যেতে পারেন। ময়নাতদন্তের রিপোর্ট দেখে নির্যাতিতার পরিবার, সহকর্মী-পড়ুয়া-চিকিৎসকদের ধ্রুব বিশ্বাস, শুধু সঞ্জয় নয়, এই পাশবিক নির্যাতনের সঙ্গে যুক্ত আছে আরও কেউ কেউ। আর এই মাথাদেরই টেনে আনতে এবার কোমর বাঁধবে সিবিআই । এই ঘটনার জট খুলতে বিশেষ সহায়ক হতে পারে নির্যাতিতার কল হিস্ট্রি। এর থেকে পরিষ্কার হয়ে যেতে পারে সেদিন তাঁর সঙ্গে কার কার কথা হয়েছিল, কী কথা হয়েছিল। কারও সঙ্গে কি কথাকাটাকাটি হয়েছিল তাঁর  ? কেউ কি তাঁকে হুমকির মুখে ফেলেছিল ? এই সব উত্তর পাওয়া যাবে নির্যাতিতার কল রেকর্ড ঘাঁটলে। সেই সঙ্গে সাহায্য করতে পারে চ্যাট - হিস্ট্রি।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram