RG Kar Protest: ধর্মতলায় নাগরিক সমাজের রাতভর প্রতিবাদে মত্ত যুবকের তাণ্ডব। ABP Ananda Live
Continues below advertisement
ধর্মতলায় নাগরিক সমাজের রাতভর প্রতিবাদে মত্ত যুবকের তাণ্ডব। প্রতিবাদস্থলে মহিলাদের হেনস্থার অভিযোগ। অভিযুক্ত যুবককে ধাওয়া করে ধরেন আন্দোলনকারীরা। হুলস্থূল পড়ে যায় ধর্মতলায় ধর্নামঞ্চে। পুলিশের সঙ্গে অভিযুক্তকে নিয়ে টানাহেঁচড়া করতেও দেখা যায়। এরপর আন্দোলনকারীদের একাংশ অভিযুক্ত যুবককে পুলিশের হাতে তুলে দেয়। তাঁদের তরফে জানানো হয়, অভিযুক্ত যুবকের উপর প্রচণ্ড ক্ষোভ থাকা সত্ত্বেও যাতে তাঁকে কোনওরকম আঘাত না করা হয় সেদিকে খেয়াল রেখেছিলেন তাঁরা।
আর জি কর-কাণ্ডের (rg kar incident) প্রতিবাদ কর্মূসচিতেই প্রশ্নের মুখে নারী-সুরক্ষা। ধর্মতলার ধর্নাস্থলের কাছে কয়েক ঘণ্টার মধ্য়ে, দু'বার শ্লীলতাহানির অভিযোগ। ধাওয়া করে এক অভিযুক্তকে ধরে ফেলেন আন্দোলনকারীরা। পরে তাকে গ্রেফতার করে পুলিশ। সিসিটিভি ফুটেজ প্রকাশ করে, আরেক অভিযুক্তকে খুঁজছে পুলিশ।
Continues below advertisement