RG Kar Student Death: RG Kar কাণ্ডের প্রতিবাদে বিজেপির স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে তুলকালাম
ABP Ananda Live: আর জি কর কাণ্ডের প্রতিবাদে হাডকো মোড় থেকে বিজেপির স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে তুলকালাম। পুলিশের ব্যারিকেড ভাঙল বিজেপি কর্মী-সমর্থকরা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি কর্মী-সমর্থকদের, আটক শুভেন্দু অধিকারী।
দফা এক দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। স্বাস্থ্য ভবন অভিযান থেকে মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।
লড়াই করার জন্য আমরা রাস্তায় বেরোইনি: দিলীপ। নেতাকে গ্রেফতার করলেও আন্দোলন বন্ধ হবে না: দিলীপ। অপরাধীদের সাজা চাই, মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই: দিলীপ। অপরাধীদের আড়াল করছেন মুখ্যমন্ত্রী: দিলীপ ঘোষ।
আর জি করকাণ্ডের প্রতিবাদ, পথে বাচিকশিল্পীরা। অ্যাকাডেমি অফ ফাইন আর্টস থেকে বিড়লা প্ল্যানেটোরিয়াম পর্যন্ত মিছিল।
আর জি কর মেডিক্যালের নিরাপত্তায় মোতায়েন হল কেন্দ্রীয় বাহিনী। সূত্রের খবর, হাসপাতালের ভিতরে চিকিৎসক-নার্স, স্বাস্থ্য কর্মীদের সুরক্ষা দেবে CISF। হাসপাতালের বাইরে আইনশৃঙ্খলার বিষয়টি দেখবে কলকাতা পুলিশ। বয়েজ ও লেডিজ হস্টেল, হাসপাতালের বিভিন্ন বিল্ডিং, ঢোকা-বেরোনোর গেট মিলিয়ে ২৫টি জায়গায় মোতায়েন আধাসেনা। এ ছাড়া, ক্যুইক রেসপন্স টিমের সঙ্গেও থাকবে কেন্দ্রীয় বাহিনী। সব মিলিয়ে একদিনে ৩ শিফটে ১৮৫ জন আধাসেনা মোতায়েন হাসপাতাল চত্বরে। গতকাল লালবাজারে পুলিশ কর্তাদের সঙ্গে CISF-র ADG-র বৈঠক হয়। কেন্দ্রীয় বাহিনীর থাকার জন্য পরিকাঠামো তৈরি করে দেবে পুলিশই।