RG Kar Student Death: ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় ঘনিষ্ঠ ASI ফের CGO-তে! ABP Ananda Live
ABP Ananda Live: আর জি কর কাণ্ডে ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় ঘনিষ্ঠ ASI ফের CGO-তে। সাংবাদিকদের এড়াতে ছুটে পালানো ASI অনুপ দত্ত ফের সিবিআইয়ের মুখোমুখি। ২০ অগাস্ট সাংবাদিকদের এড়াতে দৌড়ে CGO-তে ঢোকেন অনুপ। ধৃত সঞ্জয়েক ঘনিষ্ঠ কলকাতা পুলিশের ফোর্থ ব্যাটেলিয়নের ASI অনুপ দত্ত, দাবি সূত্রের । ASI অনুপ দত্ত কলকাতা পুলিশের কর্মী সংগঠন ওয়েলফেয়ার কমিটির সদস্য। কলকাতা পুলিশের কর্মী সংগঠন ওয়েলফেয়ার কমিটির ছাতার নীচে ছিল সঞ্জয়। ফোর্থ ব্যাটেলিয়নের ব্যারাকেই ঘাঁটি ছিল সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের।
আর জি কর মেডিক্যালে ডাক্তার ছাত্রীকে খুন ও ধর্ষণের ঘটনায় ধৃত সঞ্জয় রায়কে শিয়ালদা আদালতে পেশ। ৬ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে সঞ্জয় রায়। সঞ্জয় রায়ের নিরাপত্তার জন্য শিয়ালদা আদালত জুড়ে CISF বাহিনী। পলিগ্রাফ পরীক্ষার জন্য সম্মতি দিয়েছে সঞ্জয় রায়। শিয়ালদা আদালতে তোলার আগে এদিন বিক্ষোভ দেখায় বাংলাপক্ষ। সংগঠনের তরফে দেওয়া হয় স্লোগান।