RG Kar Death News: CCTV দেখেই পাকড়াও সঞ্জয়। ঘটনাস্থলে মেলে ব্লু টুথ হেডফোন | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: মহিলা চিকিৎসককে খুনের প্রতিবাদে বিক্ষোভ ঘিরে রণক্ষেত্র। ঘুষি মেরে, চুলের মুঠি ধরে আন্দোলনকারীদের বের করল পুলিশ। আরজি কর হাসপাতালের সামনে বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার। বিক্ষোভকারীদের ঢুকতে বাধা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। পুলিশের ব্যারিকেড ঢোকার চেষ্টা বিক্ষোভকারীদের। অন্যান্য মেডিক্যাল কলেজের পড়ুয়াদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা। বাইরের কোনও বিক্ষোভকারীকে আর জি করে ঢুকতে বাধা পড়ুয়াদের। স্লোগান পাল্টা স্লোগান, আর জি করে তুমুল উত্তেজনা ।আর জি করে অন ডিউটি মহিলা চিকিৎসককে 'ধর্ষণ', খুন । কলকাতা থেকে জেলা, চিকিৎসক খুনের প্রতিবাদে উত্তাল রাজ্য।
কর্তব্যরত মহিলা চিকিৎসককে খুনের প্রতিবাদে নিরাপত্তার দাবিতে RG করে মিছিল PGT চিকিৎসকদের। আজ কর্মবিরতির ডাক। ন্যাশন্যাল মেডিক্যালে জুনিয়র চিকিৎসকদের বিক্ষোভ। জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির জেরে RG কর হাসপাতালে তৈরি হয়েছে অচলাবস্থা। শুধু জরুরি বিভাগে মিলছে পরিষেবা। রোগী হয়রানির ছবি স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনে। আরও খবর, আরজি কর হাসপাতালেই অন ডিউটি মহিলা চিকিৎসক খুনের ঘটনায় আটক ১। খুনই করা হয়েছে আরজি করে হাসপাতালের মহিলা চিকিৎসককে। মিলেছে চিকিৎসককে যৌন নির্যাতনের প্রমাণ, সূত্র লালবাজার। নাক, মুখে জমাট রক্ত, গোপনাঙ্গে ক্ষতের চিহ্ন, চোখ থেকেও রক্তক্ষরণ, শরীরে ১০ রকমের আঘাতের চিহ্ন। 'মহিলা চিকিৎসকের শরীরের নানা জায়গায় একাধিক আঘাত । ২ পা থেকেই রক্তপাত, মুখ, পেটে আঘাতের চিহ্ন। শরীরে মিলল নখের আঘাতের চিহ্ন। বিছানায় ছড়িয়ে রক্ত, ছড়িয়ে ছিটিয়ে পড়ে ছিল চুল। মৃতার গোপনাঙ্গ থেকেও রক্তপাত, সূত্র হাসপাতাল । মহিলা চিকিৎসকের ঠোঁট, ডান হাত, গোড়ালিতে আঘাতের চিহ্ন। মহিলা চিকিৎসকের অনামিকাতেও ক্ষত চিহ্ন। ময়নাতদন্তের প্রাথমিক পর্যবেক্ষণে ছত্রে ছত্রে নির্যাতনের। বিবস্ত্র অবস্থায় দেহ উদ্ধার, ঊর্ধাঙ্গে ছিল না পোশাক, কিছু দূরে নিম্নাঙ্গের পোশাক। হাসপাতালেই অকথ্য অত্যাচার করে চিকিৎসক খুন, জানতেই পারল না কেউ! মহিলা চিকিৎসকের পরিচিতই আততায়ী, প্রাথমিকভাবে মনে করছে পুলিশ।