RG Kar News: মুখ্যমন্ত্রীর ঘোষণার চব্বিশ ঘণ্টার মধ্য়েই, RG করকাণ্ডে CBI তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট

Continues below advertisement

ABP Ananda LIVE: মামলার কিনারা করতে, রবিবার পর্যন্ত পুলিশকে সময় দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু সেই ঘোষণার চব্বিশ ঘণ্টার মধ্য়েই, আর জি করকাণ্ডে CBI তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট। বিজেপি, সিপিএমের কটাক্ষ, আরও সময় গেলে আরও প্রমাণ লোপাট করা হত। অন্যদিকে কুণাল ঘোষ বললেন, যে প্রথম থেকেই মুখ্যমন্ত্রী বলেছিলেন যে অন্য কোনও এজেন্সি তদন্ত করলে তাঁদের আপত্তি নেই।

 

হাইকোর্টের নির্দেশের পরেই আর জি করকাণ্ডের তদন্তে CBI, টালা থানায় পৌঁছল কেন্দ্রীয় তদন্তকারী দল। আরজিকর কাণ্ডে CBI তদন্তের নির্দেশ হাইকোর্টের প্রধান বিচারপতির। আদালতের পর্যবেক্ষণে আর জি কর কাণ্ডে CBI তদন্তের নির্দেশ। আর জি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুন, CBI তদন্তের নির্দেশ। পুলিশ-হাসপাতালের ভূমিকায় অসন্তুষ্ট হাইকোর্ট, CBI তদন্তের নির্দেশ। কলকাতা পুলিশের কেস ডায়েরিতে সন্তুষ্ট নয় হাইকোর্ট, CBI নির্দেশ। রবিবার পর্যন্ত পুলিশকে সময় মুখ্যমন্ত্রীর, তার আগেই হাইকোর্টের CBI নির্দেশ। রবিবার পর্যন্ত পুলিশকে সময় মুখ্যমন্ত্রীর, তার আগেই হাইকোর্টের CBI নির্দেশ। কলকাতা পুলিশের হাত থেকে আর জি কর মামলা গেল CBI-এর হাতে। প্রথমেই কেন খুনের মামলার বদলে অস্বাভাবিক মৃত্যুর মামলা? পুলিশ-হাসপাতালের ভূমিকায় প্রশ্ন, মামলা গেল CBI-এর হাতে। পরবর্তী শুনানির দিন রাজ্যকে তদন্তের অগ্রগতি রিপোর্ট দিতে নির্দেশ। '৫ দিন পরেও তদন্তে উল্লেখযোগ্য কোনও পদক্ষেপ নেই', এখনই CBI-কে কেস ডায়েরিকে হস্তান্তরের নির্দেশ হাইকোর্টের। ৩ সপ্তাহ পরে রাজ্য সরকারের রিপোর্ট তলবের নির্দেশ প্রধান বিচারপতির। ABP Ananda LIVE

 

 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram