Kunal Sarkar: লালবাজার থেকে নোটিশ কুণাল সরকারকে, কী প্রতিক্রিয়া তাঁর? ABP Ananda Live

Continues below advertisement

ABP Ananda Live: আর জি কর কাণ্ডের প্রতিবাদে জুনিয়র ডাক্তারদের মিছিল। কলেজ স্কোয়ার থেকে বৃষ্টির মধ্যেই মিছিল শুরু। আর জি কর-কাণ্ডে তোলপাড়, বেআইনি জমায়েতে পুলিশের নিষেধাজ্ঞা। আর জি কর সংলগ্ন এলাকায় মিটিং-মিছিল-ধর্নায় নিষেধাজ্ঞা। 'আর জি কর সংলগ্ন এলাকায় ৫জনের বেশি জমায়েত নয়' । বেলগাছিয়া রোড, জেকে মিত্র রোড ক্রসিং, শ্যামবাজার ৫ মাথার মোড় । 'আর জি কর মেডিক্যাল সংলগ্ন এলাকায় মিটিং-মিছিল নিষিদ্ধ' জমায়েতের নিষেধাজ্ঞার বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল কলকাতা পুলিশ আজ থেকে ২৪ অগাস্ট, ৭দিনের জন্য বেআইনি জমায়েতে নিষেধাজ্ঞা।

আর জি কর কাণ্ডে পুলিশ কমিশনারের গ্রেফতারি দাবি সুখেন্দুশেখর রায়ের। তীব্র আপত্তি জানিয়ে পাল্টা পোস্ট কুণাল ঘোষের। 'আমিও আর জি কর কাণ্ডের বিচার চাই'। 'কিন্তু সিপি-কে গ্রেফতারি দাবির তীব্র বিরোধিতা করছি'। 'খবর পাওয়ার পর তিনি সাধ্যমতো চেষ্টা করেছেন'। 'ব্যক্তিগত ভাবে সিপি সদর্থক তদন্ত করেছেন'। 'আমার সিনিয়র নেতার থেকে এই ধরনের পোস্ট দুর্ভাগ্যজনক'। সুখেন্দু শেখরের বিরুদ্ধে সোশাল মিডিয়ায় সরব কুণাল ঘোষ। নিজের বক্তব্যে অনড়, ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন সুখেন্দুশেখর: সূত্র।

 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram