RG Kar Student Death Protest: পুজোর অনুদান নেবে না বলে জানাল বারাসাতের একটি ক্লাব। ABP Ananda Live
ABP Ananda Live: পুজো যত এগোচ্ছে ততই পুজো অনুদানে না বলা ক্লাব ও পুজো কমিটির তালিকা ক্রমশ লম্বা হচ্ছে। রবিবারের পর সোমবারও পুজোর অনুদান নেবে না বলে জানিয়ে দিল বারাসাতের একটি ক্লাব। অন্যদিকে, অনুদান নিতে ইচ্ছুক ক্লাবগুলিকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে জমায়েতের ডাক দিয়েছেন কোন্নগর পুরসভার চেয়ারম্যান।
আন্দোলন, জাস্টিসের স্লোগান, রাত দখল, মিছিল এসবের মাঝেই দোরগোড়ায় এসে পড়েছে পুজো। আর সেই পুজোতেও এবার প্রত্যাখ্যানই প্রতিবাদের ভাষা...সরোজিনী পল্লি কল্যাণ সমিতির পর এবার পুজো অনুদান প্রত্যাখ্যান করল, উত্তর ২৪ পরগনার বারাসাতের আরও এক ক্লাব। রাজ্য সরকারের পুজো অনুদান নেবে না বলে জানিয়ে দিল কলোনি মোড় অ্যাসোসিয়েশন। আর জি কর-কাণ্ডের আবহে সম্প্রতি দুর্গাপুজোয় সরকারি অনুদান না নেওয়ার ঘোষণা করেছে হুগলির উত্তরপাড়ার ৩টি পুজো কমিটি। একই সিদ্ধান্ত জানিয়েছে উত্তরপাড়া থানা এলাকার কোন্নগর মাস্টার পাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটিও।
ইচ্ছুকদের জমায়েতের ডাক দিলেন কোন্নগর পুরসভার চেয়ারম্যান স্বপন দাস। হোয়াটসঅ্যাপে কোন্নগরের সব পুজো কমিটিকে তিনি মেসেজ পাঠিয়েছেন, কোন্নগর চলচ্চিত্র মোড়ে সন্ধে সাড়ে ৬ টায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এই বছরের দুর্গা পুজোর অনুদান হিসাবে ৮৫ হাজার টাকা আর্থিক সাহায্য নিতে ইচ্ছুক সেই সকল ক্লাব সংগঠন এবং পুজো কমিটিগুলিকে নিম্নলিখিত স্থানে নিজ নিজ ক্লাব এবং পুজা কমিটির ব্য়ানার, পোস্টার নিয়ে জমায়েত গড়ে তোলার জন্য আহ্বান জানানো হচ্ছে।