RG Kar Student Death: সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগের তদন্তে এবার সক্রিয় ED। ABP Ananda Live

Continues below advertisement

ABP Ananda Live: সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগের তদন্তে এবার সক্রিয় ED। CBI-এর FIR কপি ইতিমধ্যেই সংগ্রহ করেছে ED। কপি খতিয়ে দেখে সন্দীপ ঘোষের বিরুদ্ধে আলাদা FIR করার পরিকল্পনা ED-র। প্রাথমিক অনুসন্ধানের কাজ শুরু করেছে তারা। আজও সিজিওতে সিবিআই দফতরে পৌঁছেছেন আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ।

আর জি কর-কাণ্ডে নির্যাতিতার বিচার চেয়ে আজ 'পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ'-এর নবান্ন অভিযান। অভিযানের অনুমতি দেয়নি পুলিশ, যদিও নিজেদের কর্মসূচিতে অনড় সংগঠন। সদস্যদের দাবি, কলেজ স্কোয়ার ও সাঁতরাগাছি থেকে নবান্নের দিকে এগোবে দুটি মিছিল। কলেজ স্কোয়ার থেকে ইডেন গার্ডেন্স, হেস্টিংস হয়ে নবান্নের দিকে যাবে একটি মিছিল। অপর মিছিলটি হাওড়ার সাঁতরাগাছি থেকে কোনা এক্সপ্রেসওয়ে ধরে নবান্নর দিকে এগোবে। অন্যদিকে, আজ নবান্ন অভিযানের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। তাঁদের দাবি, কর্মসূচিতে যোগ দেবে চাকরিপ্রার্থীদের ৯টি সংগঠন, আদিবাসীদের দুটি সংগঠন এবং অস্থায়ী কর্মীরা । সেই কর্মসূচিরও অনুমতিও দেওয়া হয়নি পুলিশের তরফে। দুটি কর্মসূচির অনুমতি না দিলেও, আন্দোলনকারীদের রুখতে পর্যাপ্ত ব্যবস্থা করেছে পুলিশ।

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram