RG Kar Student Death: পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযান অবৈধ, জানাল পুলিশ। ABP Ananda Live
ABP Ananda Live: পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে আগামীকাল নবান্ন অভিযান। কিন্তু সেই অভিযানকে বেআইনি, অবৈধ বলে, কর্মসূচির অনুমতি দিল না পুলিশ। তৃণমূলের মতোই, আন্দোলনের নামে দুষ্কৃতী ঢুকিয়ে হিংসার চক্রান্ত দেখছে পুলিশও। ভিডিও প্রকাশ করে পুলিশ দাবি করছে, গতকাল সকালে, হায়াত রিজেন্সিতে এক নেতার সঙ্গে বৈঠক করেছেন এই সংগঠনের এক প্রতিনিধি।
মঙ্গলবারের নবান্ন অভিযান ঘিরে তৃণমূলের সুর আর পুলিশের দাবি কার্যত মিলেমিশে এক হয়ে গেছে। এই ভিডিও প্রকাশ করে রাজ্য় পুলিশ দাবি করেছে, পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে এই সংগঠনের এক সদস্য় রবিবার একটি পাঁচতারা হোটেলে এক রাজনীতিবিদের সঙ্গে দেখা করেছেন।
এই আন্দোলন বিজেপির আন্দোলন নয়। ছাত্রসমাজের আন্দোলন। বিজেপির এই আন্দোলনের প্রতি সমর্থন আছে। শুধু এই আন্দোলন নয়। এই ধরনের গণতান্ত্রিক যে কোনও আন্দোলনের প্রতি, যারা মাননীয়া মুখ্য়মন্ত্রীর পদত্য়াগ চাইবেন।
পুলিশ যদি ভাবে এইভাবে ভয় পাইয়ে ছাত্র আন্দোলন ধ্বংস করা হবে, যদি ছাত্রদের ওপর লাঠি পড়ে, বিজেপি নবান্ন অভিযান করবে। পুলিশকে জানিয়ে।