RG Kar Student Death: আর জি কর প্রসঙ্গে কী বললেন BJP নেতা সুভাষ সরকার? ABP Ananda Live

Continues below advertisement

ABP Ananda Live: যদি মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য সরকার সম্পূর্ণ তথ্য প্রমাণ লোপাট না করে, আর জি কর কাণ্ডে সুবিচার মিলবেই। দাবি বিজেপি নেতা সুভাষ সরকারের।

আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতির অভিযোগে FIR দায়ের করার পরের দিনই সিবিআই-তৎপরতা। সকাল সকাল কেষ্টপুরে আর জি কর মেডিক্যালের ফরেন্সিক মেডিসিন বিভাগের অধ্যাপক দেবাশিস সোমের বাড়িতে কেন্দ্রীয় এজেন্সি। ভিজিল্যান্সের কাছে আর জি কর মেডিক্যালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলির করা অভিযোগের ভিত্তিতেই তদন্ত। গতকালই সন্দীপ ঘোষের জমানায় হাসপাতালে আর্থিক দুর্নীতির অভিযোগে প্রথম FIR দায়ের করে সিবিআই।

আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতির তদন্তে সিবিআই। FIR দায়েরের পরের দিনই হাওড়ার সাঁকরাইলের হাটগাছায় হাসপাতালের সাপ্লায়ার বিপ্লব সিংহর বাড়িতে কেন্দ্রীয় এজেন্সি। আর জি কর হাসপাতালে মেডিক্যাল সরঞ্জাম সরবরাহ করতেন বিপ্লব। অভিযোগ ওঠে, সন্দীপ ঘোষের জমানায় বারবার টেন্ডার পাইয়ে দেওয়া হত বিপ্লবের সংস্থাকে। টেন্ডার পাওয়ার নেপথ্যে আর্থিক লেনদেন ছিল কি? সিবিআই-এর প্রশ্নের মুখে বিপ্লব 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram