RG Kar Protest: RG কর কাণ্ডের প্রতিবাদে আজ ১২ঘণ্টার বাংলা বনধের ডাক SUCI-র। সমর্থন বিজেপির
ABP Ananda LIVE: আর জি করকাণ্ডে কাল বারো ঘণ্টার সাধারণ ধর্মঘটের ডাক দিল SUCI.। কর্মবিরতি, ধর্না থেকে মোমবাতি মিছিল, কাল একাধিক কর্মসূচি নিচ্ছে বিজেপিও। রাজ্য়জু়ডে ধিক্কার দিবস পালন করবে বামেরাও। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সমস্ত রাজনৈতিক দলের কাছে আহ্বান জানিয়েছেন, কাল রাজ্যকে স্তব্ধ করার জন্য। অন্যদিকে কড়া সুরে মুখ্যমন্ত্রী বলেছেন, আমাদের বাংলায় বনধ হয় না। যে বনধে যোগ দেবে সে নিজেরটা বুঝে নেবে। এদিকে, ধ্বংসলীলার ছবি দেখতে, আজ আর জি কর হাসপাতালে যান রাজ্য়পাল। কথা বলেন আন্দোলনকারী পড়ুয়াদের সঙ্গে। আবার গতকালের হামলার পর, নিরাপত্তার দাবিতে এদিন নব নিযুক্ত অধ্য়ক্ষকে ঘিরে বিক্ষোভ দেখান RG কর মেডিক্যাল কলেজের নার্সিং স্টাফরা।
আর জি কর কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দেগেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেছেন, প্রতিটি ঘটনা প্রমাণ করছে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থ হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিও জানিয়েছে বিজেপি। এছাড়াও শুক্রবার দিনভর বিক্ষোভ কর্মসূচি রয়েছে বিজেপির। আহ্বান জানানো হয়েছে সাধারণ মানুষকেও। শুক্রবার থেকে আর জি করের সামনে শুরু হতে চলেছ বিজেপির বিক্ষোভ কর্মসূচি, এমনটাই ঘোষণা করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সকাল ১১টা থেকে শুরু হবে এই বিক্ষোভ কর্মসূচি। আর জি কর হাসপাতালের আশপাশের এলাকায় এই বিক্ষোভ কর্মসূচি হবে বলে জানিয়েছেন সুকান্ত মজুমদার। এর পাশাপাশি শুক্রবার দুপুর ২টো থেকে ৪টে পর্যন্ত রাজ্যজুড়ে হবে প্রতীকে অবরোধ। সাধারণ মানুষকে ২ ঘণ্টা কর্মবিরতি পালনের আবেদন জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। অন্যদিকে আগামীকাল অর্থাৎ শুক্রবার বিকেল ৪টে থেকে বিজেপির মহিলা মোর্চা হাজরা মোড় থেকে মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে মোমবাতি মিছিল করবে বলেও জানিয়েছেন সুকান্ত মজুমদার। অন্যদিকে শুক্রবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টার বাংলা বনধের ডাক দিয়েছে এসইউসিআই। বিরোধীদের কাছে বাংলাকে স্তব্ধ করার ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারীও।