RG Kar Update: 'সরকারের নাটকের কার্নিভালের মধ্যে কোনও...', কটাক্ষ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের
ABP Ananda Live: '১৪ তারিখে যে ১৬৩ ধারা জারি করেছিল তা বাতিল, হাইকোর্ট খারিজ করে দিয়েছে। শান্তিপূর্ণভাবে যাতে দ্রোহ কার্নিভাল এবং সরকারের নাটকের কার্নিভালের মধ্যে কোনও বিরোধ না হয় সেই জন্য আমার পরিষ্কার আদালতের কাছে প্রস্তাবনা ছিল রানি রাসমণি অ্যাভিনিউ থেকে রেড রোড এই যে যাতায়াতের পথ সেখানে পুলিশ ব্যারিকেড করুক কিন্তু আপত্তি নেই। শান্তিপূর্ণ আমরা করতে চাই। আদালত আমাদের প্রস্তাব গ্রহণ করেছে', বললেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য।
আরও খবর, ফের আদালতে জোর ধাক্কা রাজ্যের। রানি রাসমণি রোডে চিকিৎসকদের 'দ্রোহের' কার্নিভালে অনুমতি আদালতের। জয়েন্ট ফোরাম অফ ডক্টর্সকে দ্রোহের কার্নিভালের অনুমতি বিচারপতি রবি কৃষাণ কপূরের। সুপ্রিম কোর্টে শুরু হয়েছে আর জি কর মামলার ষষ্ঠ শুনানি । পঞ্চম স্টেটাস রিপোর্ট জমা দিলেন সলিসিটর জেনারেল। 'আর্থিক দুর্নীতি মামলায় বেশ কয়েকটি বিষয়কে গুরুত্ব দিয়ে উল্লেখ করেছে সিবিআই' বললেন প্রধান বিচারপতি।