WB News: আর জি কর-কাণ্ডে বিচারের দাবিতে প্রতিবাদের ঝড়

ABP Ananda Live: নির্যাতিতার বাবা-মায়ের আবেদন, ১৭ ঘণ্টা রাজ্যে থেকেও দেখা করলেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আক্রমণে সিপিএম। আর জি কর-কাণ্ডে বিচারের দাবিতে প্রতিবাদের ঝড়। রাজপথে মিছিল, গান-কবিতা-নাটক থেকে প্রতিবাদের পোশাক প্রদর্শনী। পদযাত্রা বেহালায়।  থ্রেট কালচারে অভিযুক্ত জুনিয়র ডাক্তারদের নতুন সংগঠনকে নিশানা বিজেপির। পিছনে ছদ্মবেশে তৃণমূল, অভিযোগ শুভেনদুর। এটা তৃণমূল কংগ্রেস ডক্টর্স অ্যাসোসিয়েশন, কটাক্ষ সুকান্তর।  তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ মহিলা সাংবাদিকের। দুটি জামিন অযোগ্য ধারায় মামলা। সাসপেন্ড করল দল। কেন এখনও গ্রেফতার নয়? পুলিশকে প্রশ্ন কুণালের। দুর্নীতি থেকে অনুপ্রবেশ, সিন্ডিকেট। ৬ কেন্দ্রে উপনির্বাচনের আগে ফের তৃণমূলকে নিশানা অমিত শাহের। ছাব্বিশে বাংলায় পরিবর্তনের ডাক। কেন্দ্র টাকা পাঠালেও, মানুষের কাছে না গিয়ে যাচ্ছে তৃণমূলের পকেটে। আক্রমণে  অমিত শাহ। কত টাকা দিয়েছেন? শ্বেতপত্র প্রকাশের পাল্টা চ্যালেঞ্জ তৃণমূলের। কলকাতায় ফের আগুন। প্রিন্স আনোয়ার শাহ রোডে গ্যাস সিলিন্ডার ফেটে বাড়িতে অগ্নিকাণ্ড। গুরুতর জখম বাড়ির বাসিন্দা যুবক। অগ্নিদগ্ধ অবস্থাতেই দোতলা থেকে ঝাঁপ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola