RG Kar Update: সরল ব্যারিকেড, হাইকোর্টে জিতল 'দ্রোহের কার্নিভাল'
ABP Ananada Live: ২ ঘন্টার মধ্যে বদলে গেল ছবি। সরল ব্যারিকেড, হাইকোর্টে জিতল 'দ্রোহের কার্নিভাল'। সরানো হচ্ছে ব্যারিকেড। ফের কলকাতা হাইকোর্টে ধাক্কা রাজ্য সরকারের। 'রানি রাসমণি রোডে যাওয়ার সমস্ত রাস্তা সকাল থেকে ব্লক করে রাখা হয়েছিল যাতে সেখানে গিয়ে কেউ দ্রোহের কার্নিভাল করতে না পারে। রাজ্য সরকার পুজোর কার্নিভালে নিরাপত্তা চেয়ে রাস্তা ব্লক করতে চাই। কিন্তু শেষ পর্যন্ত ধাক্কা খেতে হল রাজ্যকে', মন্তব্য এবিপি আনন্দের প্রতিনিধির।
আরও খবর, সুপ্রিম কোর্টে শুরু হয়েছে আর জি কর মামলার ষষ্ঠ শুনানি । পঞ্চম স্টেটাস রিপোর্ট জমা দিলেন সলিসিটর জেনারেল। 'আর্থিক দুর্নীতি মামলায় বেশ কয়েকটি বিষয়কে গুরুত্ব দিয়ে উল্লেখ করেছে সিবিআই' বললেন প্রধান বিচারপতি। সিবিআই-এর আধিকারিকরা নিহত চিকিৎসকের অভিভাবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন, বললেন সলিসিটর জেনারেল।
Tags :
RG Kar Medical College RG Kar Update Kolkata Doctor Rape And Murder Kolkata Doctor Rape Murder Case Kolkata Rape Murder Atanu Halder