RG Kar Update: অ্যাকাডেমিক ফান্ডের টাকা যেত সন্দীপ-ঘনিষ্ঠ ঠিকাদারদের পকেটে

Continues below advertisement

ABP Ananda Live: আর জি কর মেডিক্যালের অ্যাকাডেমিক ফান্ডের টাকা ঘুরপথে চলে যাচ্ছিল সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ ঠিকাদারদের পকেটে। আর্থিক দুর্নীতি মামলায় আলিপুর আদালতে দাবি করল সিবিআই। রিপোর্টে কেন্দ্রীয় এজেন্সি জানিয়েছে, হাসপাতালের অ্যাকাডেমিক ফান্ডের টাকা দিয়ে মেটানো হত সন্দীপ-ঘনিষ্ঠ ঠিকাদারদের বিল। সরকারি দফতরের স্ক্রুটিনি অগ্রাহ্য করেই এই কারবার চলত বলে কেন্দ্রীয় এজেন্সি রিপোর্টে জানিয়েছে। 

আরও খবর, বিধানসভায় ধর্ষণ বিরোধী বিল পেশ রাজ্যের, মুখ্যমন্ত্রীর সদিচ্ছা নিয়ে প্রশ্ন কেন্দ্রীয় আইনমন্ত্রীর। 'কঠোর আইন প্রয়োজনীয়, কিন্তু কড়া পদক্ষেপ আরও জুরুরি'। 'পশ্চিমবঙ্গ সরকার পদক্ষেপ করতে ব্যর্থ হয়েছে'। ২০২১ সালে মুখ্যমন্ত্রীকে পাঠানো চিঠি তুলে ধরে সোশাল মিডিয়ায় পোস্ট কিরেন রিজিজুর। 'রিজিজুর সুরে মুখ্যমন্ত্রীকে আক্রমণ শুভেন্দু অধিকারীরও'। 'মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সরকারের মুখোশ খুলে দিয়েছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী'। 'রাজ্যে ফাস্ট ট্রাক কোর্ট ও পকসো কোর্ট গড়ে তুলতে সরকারের ঢিলেঢালা মনোভাব স্পষ্ট করেছেন কিরেন রিজিজু'। 'চিঠি লেখা সত্ত্বেও মহিলা ও শিশুদের দ্রুত বিচারের বিষয়টি এড়িয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী'।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram