RG Kar Update: 'আমার কোনও কথা শোনেনি, বিনা কারণে ফাঁসানো হয়েছে', মন্তব্য আরজি কর কাণ্ডে ধৃত সঞ্জয়ের
Continues below advertisement
ABP Ananda Live: আর জি করে চিকিৎসক ধর্ষণ-খুনের ৮৭ দিনের মাথায় চার্জ গঠন। ধৃত সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে খুন, ধর্ষণের ধারা। ১১ নভেম্বর থেকে শুরু বিচার, রোজ চলবে শুনানি। আর জি করের নৃশংস ঘটনার পরপর, প্রাথমিকভাবে, কলকাতা পুলিশ সূত্রে বারবার দাবি করা হচ্ছিল, যে সঞ্জয় রায় তার দোষ কবুল করেছে, অর্থাৎ সেই তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুন করেছে। কিন্তু আজ চার্জগঠনের দিন ধৃত সিভিক ভলান্টিয়ার প্রিজন ভ্য়ানে বসে দাবি করল যে, ''সরকারই তাকে ফাঁসাচ্ছে, ডিপার্টমেন্ট তাকে ভয় দেখাচ্ছে!'' অন্য়দিকে, আদালতে CBI জানিয়ে দিল, সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন OC-কে এখনই তারা ক্লিনচিট দিতে রাজি নয়। সন্দীপ ঘোষের ফোন পাওয়ার পরে, FIR করতে কেন অত দেরি করা হয়েছিল, তা নিয়েও প্রশ্ন তুলেছে CBI।
Continues below advertisement
Tags :
Sanjay Roy CBI RG Kar Update Rg Kar Medical College Kolkata Rape Murder Sandip Ghosh Kolkata Doctor Rape And Murder Kolkata Doctor Rape Murder Case