RG Kar Update: এই আন্দোলন দেখিয়ে দিয়েছে কাউকে 'টেকেন ফর গ্র্যান্টেড', করে দেখা উচিত নয়: পরমব্রত

ABP Ananda Live: 'অন্য একটা দলের থেকে একটু বেটার ভেবে, বারবার মানুষ আপনাদের বেছে নিয়েছে। কিন্তু তার মানে এই নয় যে, আপনারা বছরের পর বছর ধরে তাকে 'টেকেন ফর গ্র্যান্টেড' করে নেবেন!' আর জি করকাণ্ডে এভাবেই রাজ্য়ের শাসক দলকে সতর্কবার্তা দিলেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্য়ায়। স্বাস্থ্য়ব্য়বস্থার দুর্নীতি, অনিয়ম নিয়ে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের গনকনভেনশন থেকে সরব হলেন চিকিৎসক অভিজিৎ চৌধুরী, দীপ্তেন্দ্র সরকার, তারাসুন্দরী বালিকা বিদ্যাভবনের প্রধানশিক্ষিকা মোনালিসা মাইতি, শিল্পী সনাতন দিন্দার মতো অনেকেই।

আরও খবর, আর জি করকাণ্ডে মুখ খোলায়, পদত্য়াগী দলীয় সাংসদ জহর সরকারকে আক্রমণ করেছিলেন, সৌগত রায়। বলেছিলেন, 'জহর সরকার তো ভোটেই দাঁড়ায়নি। ওর কথার কী মূল্য আছে?' সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ায়, জহর সরকারকে 'একদিনের হিরো' বলেও কটাক্ষ করেছিলেন দমদমের সাংসদ। আজ তার পাল্টা ফিরিয়ে দিলেন জহর সরকার। সৌগত রায়কে কটাক্ষ করে প্রাক্তন আমলা বললেন, 'সুযোগ পেলেই উনি চিমটি কাটেন! আজে-বাজে বলেন বলেই ওকে তৃণমূল সিট দিচ্ছিল না। বাজারে সৌগত রায়ের এখন কোনও মূল্য়ই নেই।' সাংসদ পদ ছাড়া নিয়ে জহর সরকার এও বললেন, হাঁফ ছেড়ে বেঁচেছি। আমার প্রথমে যাওয়াই উচিত ছিল না, সেটাও বুঝেছি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola