RG Kar Update: আরজি কর ঘটনার ৮৭ দিনের মাথায় ধৃত সঞ্জয় রায়ের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরু
ABP Ananda Live: আর জি কর মেডিক্যালে খুন-ধর্ষণ মামলায় চার্জ গঠন। ঘটনার ৮৭ দিনের মাথায় ধৃত সঞ্জয় রায়ের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরু। ১১ নভেম্বর থেকে প্রত্যেক দিন চলবে শুনানি। অন্যদিকে আলিপুরে CBI-এর বিশেষ আদালতে আর্থিক দুর্নীতি মামলার শুনানি শেষ। ফের গভীর ষড়যন্ত্রের তত্ত্ব সিবিআইয়ের। 'শুধু আর জি কর নয়, একাধিক হাসপাতালে সরঞ্জাম সরবরাহ করেছে মা তারা ট্রেডার্স। সিবিআই ধর্ষণ-খুনের মামলায় আর কাউকে গ্রেফতার করতে পারছে না। সেই কারণেই দুর্নীতির মামলায় ফাঁসানোর চেষ্টা করছে', দাবি মা তারা ট্রেডার্সের কর্ণধার, ধৃত বিপ্লব সিংহর আইনজীবীর।
আরও খবর, ৮৭ দিন পার, এখনও মেলেনি বিচার। দ্রুত তদন্ত শেষের দাবিতে ফের সিজিও কমপ্লেক্স অভিযান। 'সিটিজেন্স ফর জাস্টিস' ব্যানারে সিবিআই দফতর অভিযানে মহিলারা। সল্টলেকের করুণাময়ী থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল।
Tags :
Sanjay Roy RG Kar Medical College RG Kar Update Kolkata Doctor Death News Sandip Ghosh Kolkata Doctor Rape And Murder Kolkata Doctor Rape Murder Case Kolkata Doctor Rape Kolkata Rape Murder Details Kolkata Rape Murder