RG Kar: সন্দেশখালি ইস্য়ু নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল বিজেপি, কিন্তু RG কর ইস্যুতে সেভাবে সরব হল না
ABP Ananda Live: সন্দেশখালি ইস্য়ু নিয়ে তৃণমূল এবং রাজ্য় সরকারের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল বিজেপি। তারা শোরগোল ফেলে দিয়েছিল দিল্লিতেও। খোদ প্রধানমন্ত্রী রাজ্যে এসে অভিযোগকারিণীদের সঙ্গে দেখা করে, কথা পর্যন্ত বলেছিলেন। বিজেপির ছোট-বড়-মেজ, সব নেতার মুখেই তখন ঘুরত সন্দেশখালি ইস্য়ু। সন্দেশখালির স্থানীয় একজন মহিলাকে লোকসভা ভোটে প্রার্থী পর্যন্ত করেছিল গেরুয়া শিবির। কিন্তু আর জি কর ইস্য়ুতে, বিজেপির এই অবস্থানের কার্যত উল্টো ছবি দেখা যাচ্ছে। রাজ্য়ে এসেও, আর জি কর ইস্য়ুতে সেভাবে সরব হলেন না অমিত শাহ, চাওয়া সত্ত্বেও সময় দিলেন না অসহায় পরিবারটাকে।
আরও খবর, আর জি কর-কাণ্ডের প্রতিবাদে সিপিএমের ছাত্র-যুব সংগঠনের তরফে রাখা প্রতীকী মূর্তি উধাও হয়ে গেল শ্যামবাজার থেকে! মূর্তি উধাও হতেই, শ্যামপুকুর থানায় অভিযোগ জানিয়েছে DYFI