RG Kar Update: 'ওর কথা কি সরাকার বা দল শুনবে নাকি?', কুণালকে কটাক্ষ তাপস রায়ের
Continues below advertisement
ABP Ananda Live: 'যদি কেউ কারোর সঙ্গে কথা বলতে যায় তাতে সেটা কোনও দোষের না। কিন্ত মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলছেন না এই যে ছেলেমেয়েগুলো হাসপাতালে ভর্তি হচ্ছে, খুবুই খারাপ হচ্ছে । আগেও তো কুণাল অনেক কে নিয়ে বৈঠকে বসেছে, ওর কথা কি সরাকার বা দল শুনবে নাকি?' মন্তব্য তাপস রায়ের
আরও খবর, কুণাল ঘোষের সঙ্গে বৈঠক নিয়ে মুখ খুললেন বামপন্থী চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়। 'অনেকেই জুনিয়র ডাক্তারদের বোড়ে হিসেবে ব্যবহার করতে চাইছেন'। 'অচলাবস্থা কাটানোর উপায় খুঁজতেই বৈঠক'। 'কোর্টের মাধ্যমে সমাধান সময় সাপেক্ষ'। 'জট কাটাতে আলোচনাই একমাত্র পথ'। 'স্বাস্থ্য দফতরের সর্বোচ্চ স্তরে বার্তা পৌঁছে দেওয়াই লক্ষ্য'। 'এমন কিছু করবেন না যাতে আন্দোলনের উদ্দেশ্য ব্যর্থ হয়'। জুনিয়র ডাক্তারদের বার্তা দিয়ে পোস্ট চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের।
Continues below advertisement
Tags :
Tapash Roy BJP Kunal Ghosh RG Kar Update Rg Kar Medical College Kolkata Rape Murder Kolkata Doctor Rape And Murder Kolkata Doctor Rape Murder Case Kolkata Doctor Rape TCM