RG Kar Update: দেহ উদ্ধারের দিন RG করে ছিলেন ? চিকিৎসক সুশান্ত রায়কে CBI জিজ্ঞাসাবাদ

ABP Ananda Live: আর জি কর-কাণ্ডে এবার চিকিৎসক সুশান্ত রায়কে তলব সিবিআইয়ের। সিবিআই তলবে সিজিও কমপ্লেক্সে হাজিরা সুশান্ত রায়ের। 'চিকিৎসকের মৃতদেহ উদ্ধারের দিন কি আর জি কর মেডিক্যালে ছিলেন?' জানতে চিকিৎসক সুশান্ত রায়কে সিবিআই জিজ্ঞাসাবাদ। ‘উত্তরবঙ্গ লবি’র অন্যতম মাথা বলে পরিচিত সুশান্ত রায়কে জিজ্ঞাসাবাদ। উত্তরবঙ্গে স্বাস্থ্য দফতরের OSD পদে ছিলেন সুশান্ত রায়। 

আরও খবর, থ্রেট কালচারের অভিযোগে শুনানি, আশিস পাণ্ডে বেরোতেই বিক্ষোভ। থ্রেট সিন্ডিকেট চালানোর অভিযোগে ১২জনকে তদন্ত কমিটির জিজ্ঞাসাবাদ।শুনানি চলাকালীন থ্রেট কালচারের বিরুদ্ধে স্লোগান জুনিয়র ডাক্তারদের। হাসপাতাল থেকে বেরোতেই জুনিয়র ডাক্তারদের বিক্ষোভের মুখে টিএমসিপির নেতা। টিএমসিপির চিকিৎসক নেতা আশিস পাণ্ডেকে ঘিরে 'চোর চোর' স্লোগান। আশিস পাণ্ডে ছাড়াও সন্দীপ ঘনিষ্ঠ সৌরভ পালকেও তদন্ত কমিটির জিজ্ঞাসাবাদ। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola