CBI ON RG Kar Case: আর জি করে আর্থিক দুর্নীতি মামলায় রিপোর্ট জমা দিল CBI

ABP Ananda Live: আর জি করে আর্থিক দুর্নীতি মামলায় রিপোর্ট জমা দিল CBI।'৩ ভেন্ডরের কাছ থেকে বরাত পিছু ৮-১০ শতাংশ কাটমানি নিতেন সন্দীপ ঘোষ।  হাসপাতালের জন্য বরাদ্দ টাকা অন্য জায়গায় ব্যবহার করতেন সন্দীপ ঘোষ। ৭০ শতাংশেরও বেশি বরাত পেয়েছেন বিপ্লব সিংহ এবং সুমন হাজরা। কয়েকজন হাউসস্টাফের কাছ থেকে মাসিক টাকা আদায় করতেন আশিস পাণ্ডে', আর জি করে আর্থিক দুর্নীতি মামলায় রিপোর্ট জমা দিল CBI

 

অস্ত্র-পাচারের 'কেন্দ্র' শিয়ালদা! ফের অস্ত্র, গুলি-সহ উত্তরপ্রদেশের ৫জন গ্রেফতার

শিয়ালদাই কি কলকাতায় অস্ত্র পাচারের এপিসেন্টার? আড়াই মাসের মধ্যে ফের অস্ত্র, গুলি-সহ উত্তরপ্রদেশের ৫জন গ্রেফতার। কাদের পাচার? জেরা পুলিশের। ফের অশান্ত ভাঙড়, ভর সন্ধ্যায় শ্যুটআউট। বাড়ির কাছেই যুবকের পিঠে গুলি চালিয়ে বাইকআরোহী ২ দুষ্কৃতী উধাও। কেন হামলা? কারণ নিয়ে এখনও ধোঁয়াশা। ২৬ হাজার চাকরিপ্রাপকের ভবিষ্যৎ কী? সুপ্রিম কোর্টে ২ ঘণ্টার শুনানিতেও অধরা উত্তর। কীভাবে যোগ্য-অযোগ্য আলাদা? জানতে চাইলেন প্রধান বিচারপতি। যোগ্য-অযোগ্য আলাদা করা অসম্ভব, পরীক্ষার বিকল্প প্রস্তাব বিকাশের। জটিলতা দেখছে সুপ্রিম কোর্ট। ওএমআর সিটের ২৩ বদলে সার্ভারে ৫৩। পরীক্ষায় না দিয়েই চাকরি। দুর্নীতির স্পনসর রাজ্য সরকার, অভিযোগ বিকাশের। ১০ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে শুনানি।  শিক্ষাক্ষেত্রে মানোন্নয়নের দাবিতে এসএফআই-এর বিকাশ ভবন অভিযানে ধুন্ধুমার। আটকানোর চেষ্টা পুলিশের। ব্যাপক ধস্তাধস্তি, পাল্টা লাঠিচার্জ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola