Ananda Sakal: ২৪ ঘণ্টা চিকিৎসক-নার্স, তাও একজন এল, অপরাধ করে চলে গেল? CFSL-রিপোর্টে নতুন করে সন্দেহ!
ABP Ananda LIVE : আর জি কর মেডিক্য়ালে ধর্ষণ-খুনের ঘটনায় রহস্য় বাড়াল সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্য়াবরেটরি বা CFSL-এর রিপোর্ট। সূত্রের দাবি, এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে, তরুণী চিকিৎসক ম্য়াট্রেসে শুয়ে ছিলেন বলে জানা গেছে। যদিও, তিনি আততায়ীকে বাধা দিয়েছিলেন বা তাদের মধ্য়ে ধস্তাধস্তি হয়েছিল, এমন কোনও প্রমাণ কাঠের পাটাতন, ম্য়াট্রেস বা সেমিনার হলের অন্য়ত্র মেলেনি।এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, তাহলে কি তরুণী চিকিৎসককে ধর্ষণ, খুনের ঘটনা অন্য় কোথাও ঘটেছিল? অন্য় কোথাও ধর্ষণ-খুনের পর সেমিনার হলে এনে রাখা হয় দেহ? নাকি ঘটনার পর সেমিনার হল থেকে তথ্য়প্রমাণ লোপাট করা হয়? সূত্রের দাবি, এই রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে---হাসপাতালের করিডরে 24x7 কেউ না কেউ থাকে। ডাক্তার-নার্সরা সেখানে ডিউটিতে থাকেন। সেখান দিয়েই একজন অপরাধ করতে সেমিনার হলে ঢুকল, আর কেউ দেখতে পেল না, এমন সম্ভাবনা খুব কম।
বাংলাদেশ অস্থিরতার মধ্যেই, দিল্লিতে অনুপ্রবেশকারীদের বৈধ নাগরিক করে দেওয়ার অসাধু চক্র ফাঁস। চক্রের ১১ জনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। রীতিমতো বিশেষজ্ঞদের দিয়ে ভুয়ো ওয়েবসাইটের মাধ্য়মে এই চক্র নকল আধার কার্ড, ভোটার কার্ড তৈরি করা হত বলে অভিযোগ। অভিযুক্তদের গ্রেফতারের পাশাপাশি ভুয়ো আধার ও ভোটার কার্ড তৈরির বিভিন্ন সরঞ্জামও বাজেয়াপ্ত করা হয়েছে। চমকে দেওয়ার মতো তথ্য হল, নির্দিষ্টভাবে জঙ্গলের পথ ধরে লোকচক্ষুর আড়ালে
এই অনুপ্রবেশ চলত বলে জানা গেছে। এছাড়াও স্টেশনে স্টেশনে রুটিন তল্লাশি এড়াতে একটানে লম্বা দূরত্ব পাড়ি দেয়, এমন এক্সপ্রেস ট্রেন বাছাই করে, তাতে চড়ত অনুপ্রবেশকারীরা। এই ১১ জন ছাড়াও চক্রে আর কেউ আছে কি না, তার খোঁজ চালাচ্ছে দিল্লি পুলিশ