RG Kar Update: 'সিটিজেন্স ফর জাস্টিস' ব্যানারে দ্রুত তদন্ত শেষের দাবিতে ফের সিজিও কমপ্লেক্স অভিযান
ABP Ananda Live: ৮৭ দিন পার, এখনও মেলেনি বিচার। দ্রুত তদন্ত শেষের দাবিতে ফের সিজিও কমপ্লেক্স অভিযান। 'সিটিজেন্স ফর জাস্টিস' ব্যানারে সিবিআই দফতর অভিযানে মহিলারা। সল্টলেকের করুণাময়ী থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল। আর জি কর-কাণ্ডে বিচারের দাবিতে আজ ফের পথে অভয়া মঞ্চ। কলকাতা থেকে জেলা, অভয়া মঞ্চের 'জ্বালাও আলো, দ্রোহের আলো' কর্মসূচি। আজ অভয়া মঞ্চের 'দ্রোহের আলো', নাগরিক সমাজকেও যোগ দেওয়ার আহ্বান। ৯ নভেম্বর আর জি কর কাণ্ডের তিন মাস, আজ ফের পথে বিভিন্ন চিকিৎসক সংগঠন। দ্রুত স্বচ্ছ তদন্ত ও বিচারের দাবিতে আজ ফের পথে নামছে বিভিন্ন চিকিৎসক সংগঠন। সর্বস্তরের মানুষকে সামিল হওয়ার আহ্বান জয়েন্ট প্ল্য়াটফর্ম অফ ডক্টর্স। শনিবার রানি রাসমণি অ্যাভিনিউয়ে জমায়েত করে 'জনতার চার্জশিট' কর্মসূচি অভয়া মঞ্চের।
Tags :
CBI CGO Complex RG Kar Update Rg Kar Medical College Kolkata Rape Murder Kolkata Doctor Rape And Murder Kolkata Doctor Rape Murder Case Kolkata Doctor Rape Kolkata Rape Murder Details Kolkata Doctor Death News