RG Kar Update: 'লাইভ স্ট্রিমিং নয়, আমরা পুরো বৈঠকের ভিডিওগ্রাফির জন্য প্রস্তুত', মন্তব্য মুখ্যসচিবের
ABP Ananda LIVE: রাজ্য সরকারের সঙ্গে জুনিয়র চিকিৎসকদের স্নায়ুযুদ্ধ চরমে। লাইভ স্ট্রিমিং(Live Streaming) না হলে বৈঠকে যাব না, জানালেন জুনিয়র চিকিৎসকরা। জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজিপির। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে বেরিয়ে এলেন সরকারের শীর্ষ কর্তারা। 'মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকের লাইভ স্ট্রিমিং হয়, এখন কেন হবে না?' স্বচ্ছতার স্বার্থে নবান্নে বৈঠকের লাইভ স্ট্রিমিংয়ে অনড় জুনিয়র চিকিৎসকরা। নবান্ন সভাঘরে উপস্থিত মুখ্যমন্ত্রী। 'জুনিয়র ডাক্তারদের ৩২ জনের প্রতিনিধিকেই আমরা বৈঠকে যোগ দিতে অনুমতি দিয়েছিলাম'। 'কিন্তু জুনিয়র ডাক্তাররা (Junior Doctors) লাইভ স্ট্রিমিংয়ের দাবিতে অনড়'। 'লাইভ স্ট্রিমিং নয়, আমরা পুরো বৈঠকের ভিডিওগ্রাফির জন্য প্রস্তুত'। 'মুখ্যমন্ত্রী বিকেল ৫টা থেকে অপেক্ষা করছেন'। আমরা খোলা মনে আলোচনা চাইছি, মন্তব্য মুখ্যসচিবের।