RG Kar Update: আর জি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনে দোষী সাব্যস্তের আজ সাজা ঘোষণা

ABP Ananda Live: গোয়ালপোখর, ডোমকলের পর ভাঙড়। পুলিশ পিটিয়ে অভিযুক্তদের ছিনতাইয়ের অভিযোগ। তৃণমূলের বুথ সভাপতির নেতৃত্বে হামলা, বাঁশ দিয়ে কনস্টেবলকে মার। আহত ৪ পুলিশকর্মী। গোয়ালপোখরে পুলিশের ওপর গুলিকাণ্ডে গ্রেফতার নিহত সাজ্জাকের সহযোগী। জেলে বসেই পালানোর ছক। সাজ্জাকের সঙ্গে কীভাবে ধৃতের যোগাযোগ ? তদন্তে পুলিশ। অধরা আরও ১ সহযোগী। আর জি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনে দোষী সাব্যস্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। আজ সাজা ঘোষণা। সর্বোচ্চ শাস্তি ফাঁসি, সর্বনিম্ন যাবজ্জীবন। অপরাধীদের সংখ্যা নিয়ে সংশয়প্রকাশ পরিবারের।

 

মুখ্যমন্ত্রীর দাদার নাম করে প্রতারণা ?

মুখ্যমন্ত্রীর দাদার নাম করে প্রতারণার অভিযোগ । প্রতারণার ফাঁদে মালদা ও মুর্শিদাবাদের বেশ কয়েকজন যুবক । অজিত বন্দোপাধ্যায়ের নাম করে চাকরি ও রেশন ডিলারশিপ পাইয়ে দিতে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ । মালদার বৈষ্ণনগর, মালদা থানা ও মুর্শিদাবাদের ফরাক্কা থানায় অভিযোগ দায়ের । মালদা পুলিশ সুপারকে ই-মেল মারফত অভিযোগ । মালদা-মুর্শিদাবাদে ৮ জনের থেকে কয়েক দফায় ৩০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola